
শুক্রবার ২৩ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: সামান্য চিপস চুরির মিথ্যে অপবাদ! আর তার জন্য এক কিশোরকে এমন হেনস্থা করা হল, যে সে বাধ্য হয় চরম পদক্ষেপ করতে! মর্মান্তিক এই ঘটনা এ রাজ্যেরই৷ চুরির অপবাদে কানধরে ওঠবস করানোর পাশাপাশি সপ্তম শ্রেণির ছাত্রকে মারধরও করা হয় বলে অভিযোগ৷ ছোট হলেও বিনা দোষে এমন অপমান মেনে নিতে পারেনি ফুটফুটে প্রাণ৷
সপ্তম শ্রেণির এই ছাত্রের প্রতিটি দাবি যে অক্ষরে অক্ষরে সত্য সেটি ফুটে উঠল দোকানের সামনে থাকা সিসি ক্যামেরাতে। সেখান থেকেই দেখা গেল দোকানের সামনে এসে সে খানিক দোকানিকে খুঁজতে থাকে। এরপর মাটিতে পড়ে থাকা চিপসের প্যাকেট নিয়ে চলে যায়। এমনকি পরে তাকে যে মায়ের শাসনের সামনে পড়তে হয়েছে সেই ছবিও ফুটে ওঠে ক্যামেরাতে।
এ যেন জলের মতোই সত্য একটি ছবি যা নাড়িয়ে দিয়েছে পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার গোঁসাইবেড় বাজারে। তার করা প্রতিটি দাবি যেন আজ চরম সত্যি হয়ে ধরা দিল ক্যামেরার স্মৃতিতে। তবে চরম সত্য সামনে আসার আগেই নিজের জীবন দিয়ে সে শাস্তি দিয়ে গেল গোটা সমাজকে। এই সমাজের ভিত্তিহীন শাসনকে।
চিপস চুরির অপবাদে তাকে মারধর ও কান ধরে ওঠবস করানোর অভিযোগ উঠেছে দোকানের মালিক ওরফে পেশায় সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে৷ ছেলেকে হারিয়ে কাঁদতে কাঁদতে জগন্নাথ দাস বলেন, "আমার ছেলেকে সামান্য চিপস চুরির অপবাদ দিয়েছিল ৷ সেই অপবাদ সহ্য করতে না পেরে আমার ছেলেটা চলে গেল ৷"
স্থানীয় সূত্রে খবর, ঘটনা প্রাথমিকভাবে শুনে তার মা ঘটনাস্থলে গিয়ে তাকে শাসন করে এবং বাড়ি ফিরিয়ে নিয়ে আসে। এই চোর অপবাদ সহ্য করতে না পেরে চাষের জন্য বাড়িতে থাকা কীটনাশক খায় নাবালক ৷ তাকে উদ্ধার করে তড়িঘড়ি তমলুক মেডিক্যাল কলেজে ভর্তি করা হলেও শেষরক্ষা হয়নি । বৃহস্পতিবার সকালে মৃত্য হয় তাঁর। তবে তার দাবি আজ চরম সত্য হয়ে সকলের সামনে উঠে এসেছে। শুধু নেই সে নিজে।
ঘটনার জেরে শোকের ছায়া নেমে আসে এলাকায় । দোষীর কড়া শাস্তির দাবি জানিয়েছে এলাকাবাসী। এবিষয়ে পাঁশকুড়া থানার এক পুলিশ আধিকারিক বলেন, মৃতের পরিবারের কাছ থেকে এখনও পর্যন্ত কোনও অভিযোগ করা হয়নি। তাই অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করছি।
বর্ধমানে ভাড়া ঘরে ঘাপটি মেরে দিব্যি চলছিল প্রতারণা, ওঁত পেতে ধরল দিল্লি পুলিশ, জালে 'জামতারা গ্যাং'-এর তিন
ঢাকুরিয়া স্টেশনের কাছে চলন্ত ট্রেনে পাথর হামলা, মাথা ফাটল যাত্রীর! প্রশ্নের মুখে রেলের নিরাপত্তা
লেগেছে ওয়েলকাম গেট, আলোয় সেজেছে বাড়ি, পূর্ণমের ঘর-ওয়াপসি ঘিরে উৎসবের মেজাজে রিষড়া
গুণমান নিয়ে প্রশ্ন, বাংলা-সহ দেশজুড়ে পরীক্ষায় ফেল ১৯৮টি জীবনদায়ী ওষুধ!
খুন করে প্রমাণ লোপাটের অভিযোগে দোষী, আরপিএফ কনস্টেবলকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল আদালত
সপ্তাহ ঘুরতেই ঘূর্ণিঝড়? হুহু করে হাওয়া, ঝড়-জলের তান্ডব কবে থেকে? জানুন IMD-এর লেটেস্ট আপডেট
প্রসূতিকে নির্যাতনের অভিযোগে তোলপাড় বাগদা হাসপাতাল, তদন্তের আশ্বাস প্রশাসনের
ভারত থেকে বাংলাদেশে পাচার হচ্ছে স্মার্ট ফোন! তার আগেই ওঁত পেতে বড় ছক বানচাল করল পুলিশ
আচমকা হড়পা বানে হাড়হিম কাণ্ড, নদীর জলে তলিয়ে যাচ্ছে ট্রাক্টর, প্রাণপণে সাঁতরে বাঁচায় চেষ্টায় চালক-খালাসি!
বর্ধমানের বড়বাজারে ভয়াবহ আগুন, ভস্মীভূত একাধিক দোকান
ছাগল চুরি করতে এসেছিল ওরা, বাধা দিল খোদ হাতি? তারপর যা হল গ্রামে…
তুমুল ঝড়-বৃষ্টি, লালগোলাগামী ফাস্ট প্যাসেঞ্জারে বজ্রপাত, জ্বলে উঠল দাউদাউ করে, ভয়াবহ পরিস্থিতি
দিনে দুপুরে সোনার দোকানে ডাকাতি, গুরুতর জখম কর্মচারী, লুঠ ৪০ লক্ষ টাকার সোনা
হাতে দু’ঘন্টা সময়, কলকাতা সহ দক্ষিণবঙ্গের সাত জেলায় ধেয়ে আসছে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপট
গৃহপালিত পশুর পর অজানা কারণে সিতাইয়ে এক পরিবারের তিনজনের মৃত্যু, আতঙ্কিত গ্রাম, পরিদর্শনে স্বাস্থ্য আধিকারিক ও বিডিও