আজকাল ওয়েবডেস্ক: হাওয়া অফিসের সতর্কতা মিলছে প্রতিদিন। তীব্র দাবদাহের মধ্যে, গত কয়েকদিন স্বস্তি বৃষ্টিতে। হাওয়া অফিস জানাচ্ছে, আগামী কয়েক ঘণ্টায় ঝেঁপে বৃষ্টি নামার সম্ভাবনা দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়।

আগামী কয়েকঘণ্টায় মেদিনীপুর, দক্ষিণ দিনাজপুর, ঝাড়গ্রামে ঝেঁপে নামবে বৃষ্টি। সঙ্গে বইবে দমকা হাওয়া। ৩০-৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বওয়ার সম্ভাবনা এই জেলাগুলিতে। 

বৃহস্পতিবার,  উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ ও নদিয়ায় তুমুল বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা। এই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। এদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলায় ঘণ্টায় ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া এবং মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হলুদ সর্তকতা রয়েছে। শুক্রবারেও দক্ষিণবঙ্গ জুড়ে ঝড়বৃষ্টির হলুদ সর্তকতা রয়েছে। 


বৃহস্পতিবার উত্তরবঙ্গের দার্জিলিং, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহে ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। এই জেলাগুলিতে ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বাকি জেলাগুলিতে মাঝারি বৃষ্টির হলুদ সর্তকতা রয়েছে। আগামী সাতদিন দক্ষিণ এবং উত্তরবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

মৌসম ভবন জানিয়েছে, চলতি সপ্তাহে মহারাষ্ট্র, কর্ণাটক ও পশ্চিমবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। সঙ্গে ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আগামী ২৭ মে পর্যন্ত বেঙ্গালুরু সহ কর্ণাটকের উপকূলীয় এলাকায় ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি রয়েছে। শুধুমাত্র বৃহস্পতিবার কর্ণাটকে হলুদ সর্তকতা রয়েছে।