রবিবার ১৫ জুন ২০২৫

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | শীঘ্রই প্রযুক্তির রাজপাটে আসছে কারা? রইল নিত্যনতুন গ্যাজেটের হদিশ

Parama Dasgupta | | Editor: শ্যামশ্রী সাহা ১৫ মে ২০২৫ ০৩ : ৩৫Soma Majumder


আজকাল ওয়েবডেস্কঃ সে এক সময় ছিল, যখন মাথার উপর ঘুরন্ত পাখা কিংবা ফ্রিজ দেখেও বিস্ময়ের অন্ত ছিল না মানুষের। গ্যাজেটের সঙ্গে সেই প্রথম পরিচয়ের দিনগুলো এখন বোধহয় কল্পকথার সামিল। প্রযুক্তি এখন যেখানে এসে দাঁড়িয়েছে, তাতে রোজকার জীবনের সবটুকুকে আক্ষরিক অর্থেই হাতের মুঠোর ভিতরে এনে দিয়েছে হরেক রকম অত্যাধুনিক গ্যাজেট। আর তাতেও রোজই আসছে নিত্যনতুন বদল। আসছে আরও নতুন নতুন ভাবনাও। এ বছরের গোড়াতেই যেমন লাস ভেগাসে হয়ে যাওয়া কনজিউমার ইলেক্ট্রনিক্স শো ২০২৫-এ তাক লাগিয়ে দিয়েছে আরও একঝাঁক দুরন্ত ভাবনার ছোটবড় গ্যাজেটের ঘোষণা।

দৈনন্দিন জীবনযাপনে যে সব গ্যাজেট আগামী কিছুদিন রাজত্ব করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা, বলা বাহুল্য তাদের নেপথ্যে এক বড়সড় ভূমিকা নিয়েছে এআই, রোবোটিক্স-এর মতো প্রযুক্তি। যার কয়েকটা ইতিমধ্যেই এসে গিয়েছে বাজারে, বাকিরাও আসবে শিগগিরই। তাদের হাতে পেলে জীবন এবং যাপন দুটোই যে আরও খানিক বদলে যাবে, সেটুকু বলাই যায়। আসুন বরং জেনে নেওয়া যাক চমকে দেওয়া গ্যাজেটদের হালহদিশ।

নেকোজিতা ফুফু- ঘুম ভেঙে এক কাপ ধোঁয়া ওঠা চা বা কফি-তে আলসে চুমুক না দিলে যেন দিনটাই ঠিকমতো শুরু হয় না! কিন্তু উঠতে দেরি হয়ে গেলে? তড়িঘড়ি অফিস ছোটার তাড়ায় কি সেই সুখটুকু বাদ দিতে পারেন, নাকি মন চায়? এখানেই মুশকিল আসান হয়ে উঠতে পারে এক কুট্টি বেড়াল। তবে জ্যান্ত নয়, রোবোট। ‘ইউকাই ইঞ্জিনিয়ারিং’-এর তৈরি এই ছোট্ট বেড়াল-রোবোট নেকোজিতা ফুফু একেবারে উঠে বসবে কাপের কিনারায়। তারপর আপনার হয়ে ফুঁ দিয়ে সেই হাওয়াতেই চুমুক দেওয়ার মতো ঠান্ডা করে দেবে ভিতরকার ফুটন্ত গরম তরলকে। তারপর? চা-কফিতে দিন শুরু হবেই হবে!

ওমনিয়া- আয়নায় ঘুরিয়ে ফিরিয়ে নিজেকে দেখতে কে না ভালবাসেন! সাজ কেমন হল, কেমন দেখাচ্ছে, কে বেশি সুন্দরী— সে সব তো আরশিই বলে এসেছে বরাবর। কিন্তু তার সঙ্গে যদি সে এবার বলে দেয় আপনার স্বাস্থ্যের খবরও? এআই প্রযুক্তির হাত ধরে এই ৩৬০ ডিগ্রি বডি মিরর শুধু আপনার সাজেই চোখ রাখবে, তা নয়। সেই সঙ্গেই জানিয়ে দেবে হার্ট, লাংস, শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলো কে কেমন আছে। জানিয়ে দেবে আপনার ঘুম হচ্ছে কিনা, স্বাস্থ্যেরই বা কেমন হাল। মানে, যাকে বলে আপনার সবটুকু নজরে রাখা— এবার তারই ভার নেবে এই আয়না।

রে-ব্যান মেটা স্মার্ট গ্লাসেস- চশমা ছিল আপনার ঝাপসা দৃষ্টির সঙ্গী। চশমা ছিল আপনার চোখদুটোকে রক্ষা করার চাবিকাঠি। সেই চশমাই যদি এবার দুনিয়া দেখার সুযোগ করে দেয় আরও ভাল করে? মেটা এআই-সংবলিত এই স্মার্ট গ্লাসেস কিন্তু ঠিক সে কাজটাই করবে। বাড়িয়ে দেবে আপনার দেখার পরিধি। এই চশমা চোখে শুধু চারপাশটা দেখা নয়, একইসঙ্গে করে ফেলুন অনুবাদের কাজ, চোখ রাখুন ইতিহাসে। কিংবা জেনে নিন আপনারই ফ্রিজে রাখা টুকিটাকি দিয়ে চটজলদি কোন রেসিপিটা বানিয়ে ফেলা যায়। ব্যাপারটা দারুণ না?

কিরিন’স ইলেক্ট্রিক সল্ট স্পুন - রোজের পাতে নুন ছাড়া আপনার চলেই না। রান্নাতেও নুন দেওয়া চাই জম্পেশ করে। এদিকে ডাক্তারবাবু ভয় দেখাচ্ছেন যখন তখন। চোখ রাঙাচ্ছে বাড়ির লোকও। তা হলে ঠিক আপনারই কথা ভেবে তৈরি এই বিশেষ চামচ। সামান্য একটু বিদ্যুতের ব্যবহারে এই চামচই আপনার জিভে এনে দেবে নোনতা স্বাদ। ব্যস! রান্নায় কম নুন দিলেও দিব্যি ভাল লাগবে। দুপুর কিংবা রাতের পাতে আলাদা করে নুন নিয়ে বকুনিটাও খেতে হবে না। জাপানি ব্রুয়ার সংস্থা ‘কিরিন’-এর তৈরি এই চামচই আপনাকে অভ্যস্ত করে দেবে লো-সোডিয়াম ডায়েটে। নোনতা স্বাদও আছে, ঠিক যেমনটা চাই। এদিকে প্রেশার বাড়িয়ে ফেলার চিন্তা উধাও!

স্পাইসার- নতুন সংসার করছেন। মা পইপই করে বলে দেওয়া সত্ত্বেও রান্নায় মশলাপাতি দিতে গিয়ে নাজেহাল দশা। এই গরম মশলা বেশি হয়ে যাচ্ছে, ওই কম ঢালছেন জিরেগুঁড়ো। আর হলুদ বেশি পড়ে যাওয়া তো লেগেই আছে! এখানেই কামাল করতে পারে স্পাইসার। এআই প্রযুক্তি নির্ভর এই মশলা রাখার কৌটো বা স্পাইস ডিসপেন্সার আপনার কথামতোই খেয়াল রাখবে কীসে কোন মশলা কতটা দিতে হবে। তারপর ঠিক ততটাই ঢেলে দেবে আপনার হাতে, চামচে বা বাটিতে, একেবারে ঠিকঠিক মাপে। আর তারপর? স্বাদের গুণেই আপনার রান্না চেটেপুটে খাবে বাড়ির লোক!      

টাইমকেটল ডব্লিউ৪ প্রো এআই ইন্টারপ্রেটার বাডস- অফিসের ভিনদেশি ক্লায়েন্টের সঙ্গে গুরুগম্ভীর মিটিং চলছে। নোটস নেওয়ার কথা, এদিকে ভাষাটাই যে বুঝতে পারছেন না ছাই! কিংবা হয়তো বিদেশে বেড়াতে গিয়ে ঘুরে বেড়াচ্ছেন এদিক সেদিক। গাইড সব দেখিয়েশুনিয়ে বোঝাচ্ছেন ঠিকই, তবে স্থানীয় ভাষায়। সবটাই বেরিয়ে যাচ্ছে মাথার কয়েক মাইল উপর দিয়ে! কুছ পরোয়া নেই। এআই প্রযুক্তির কারিকুরিতে এই বিশেষ ইয়ারবাডস হয়ে উঠতে পারে আপনার যোগ্য সঙ্গী। চলতে-ফিরতে যখন খুশি ভিনদেশি ভাষা নিমেষের মধ্যে অনুবাদ করে দেবে আপনার কানে। অনলাইন হোক বা অফলাইন, একেবারে রিয়েল টাইম কমিউনিকেশনের মাধ্যমেই চলবে অনুবাদ। এমনকি লম্বা মিটিংয়ের নোটসও সামারি আকারে শুনিয়ে দেবে ঝটিতি। বাকিটা তখন স্রেফ বাঁয়ে হাতকা খেল!

মেটা কোয়েস্ট থ্রি- জিমে যাওয়াই হয়ে উঠছে না সময় করে। হলে গিয়ে সিনেমা দেখা, সে তো ভুলতেই বসেছেন। বাড়িতেই বরং তাদের এনে ফেলুন না! না না, যন্ত্রপাতি-বড়সড় সরঞ্জাম এনে মহাযজ্ঞের দরকার নেই। চাই শুধু এই ভার্চুয়াল রিয়্যালিটি হেডসেট। ব্যস! ডিজিটাল দুনিয়া থেকে আস্ত জিম কিংবা মাল্টিপ্লেক্স অডিটোরিয়ামটাকেই নিয়ে আসুন না আপনার বেডরুমে। তারপরে আপনাকে আর পায় কে!

জেনি- বাড়ির প্রবীণতম সদস্য এখন ডিমেনশিয়ার রোগী। কোনও কিছুই ঠিকমতো মনে রাখতে পারছেন না। যখনতখন ছোটবড় ভুল হয়ে যাচ্ছে। তাঁকে এই অসহায় অবস্থায় দেখে যেমন মনখারাপ হয়, তেমনই দুশ্চিন্তা লেগেই থাকে। এদিকে দু’দণ্ড যে তাঁকে বাড়তি সময় দেবেন, তারও উপায় কই! কিন্তু জানেন কি, ডিমেনশিয়ার রোগীদের একটু ভাল রাখতে পারে ইমোশনাল সাপোর্ট? এখানেই ভরসা হতে পারে জেনি। ‘টমবট’-এর তৈরি এই ছোট্ট রোবোট-কুকুরের চেহারা থেকে আচরণ সবটাই এক্কেবারে জ্যান্ত কুকুরছানার মতো। অথচ আসল পোষ্যের মতো দেখভালের ঝক্কি নেই। ডিমেনশিয়ার ধাক্কায় নড়বড়ে হয়ে পড়া মানুষটার সর্বক্ষণের সঙ্গী হয়ে তাঁকে ভাল রাখতেই পারে এই আদরকাড়া কুকুরছানা।

কেউ কেউ বলেন, প্রযুক্তি আসলে মানুষকে কুঁড়ে করে দিচ্ছে। তবু এই ছুটন্ত জীবনে নিত্যনতুন কিছু গ্যাজেট যদি আপনার ভাল থাকার সঙ্গী হয়ে ওঠে, ক্ষতি কী?


Gadget

নানান খবর

নিমেষে গায়েব হবে জেদি ট্যান থেকে কালচে দাগ-ছোপ! পার্লারে নয়, ঘরোয়া এই ব্লিচেই ফিরবে জেল্লা

প্রধানমন্ত্রীর পাতে থাকে, এই সবজি সপ্তাহে ৩ দিন খেলেই কাছে ঘেঁষবে না ক্যানসার-হৃদরোগ!

সারাদিন ঘন ঘন গ্রিন টি-তে চুমুক? আসলে কখন এই চা খেলে পাবেন সবচেয়ে বেশি উপকার?

পর্যাপ্ত ঘুমিয়েও চোখের তলায় কালি? গুরুতর রোগের পূর্বাভাস নয় তো! দামি ক্রিম মাখার আগে আসল কারণ জানুন

ওখানে শেভ করতে রাজি হননি স্বামী, প্রতিশোধের আগুনে দেওরের সঙ্গে এ কী করে বসলেন বধূ?

শনিতে নিন প্রস্তুতি, রবির সকালেই রাঁধুন পাঞ্জাবি চিকেন গ্রেভি, স্বাদ লেগে থাকবে জিভে

নীরবে কাঁদেন পুরুষরাও, কেউ দেখতে পান না যন্ত্রণা! অবসাদের কোন কোন লক্ষণ লুকিয়ে রাখেন পুরুষেরা?

ছুটিই কর্মক্ষমতার আসল টনিক, না দেওয়াই ‘মূর্খতা’! কেন কর্মীদের জোর করে ছুটিতে পাঠাচ্ছেন আধুনিক বসেরা?

আপনার বস কি ‘টক্সিক’? চাকরি মানে দাসত্ব নয়, পাঁচটি লক্ষণ দেখলেই অবিলম্বে সতর্ক হন

মিলনের সময় স্ত্রীকে এই পাঁচটি বাক্য বললেই জ্বলবে কামনার বারুদ! চড়বে উত্তেজনার পারদ, বাড়বে সময়সীমা

টইটই-ঘুরঘুরের মধ্যে নজর থাক স্বাস্থ্যের দিকে! বেড়াতে গিয়ে কোন কোন বিষয় খেয়াল রাখবেন?

৫০ পেরলেও যৌনসুখে পড়বে না ভাটা! ৫ গোপন কৌশলেই বজায় থাকবে সম্পর্কের উষ্ণতা

পেস্ট্রি কেক-এই লুকিয়ে যৌনতা? চড়চড়িয়ে বাড়বে উত্তেজনার পারদ! ‘স্প্লোশিং’ ট্রেন্ডে ঝড় নেটদুনিয়ায়

লাফিয়ে বাড়বে যৌন ক্ষমতা, মিটবে সম্পর্কের দূরত্ব! নিয়ম মেনে এই সবজি খেলেই কাছে ঘেঁষবে না রোগভোগ

হার্ট অ্যাটাকের ঝুঁকি রুখতে অব্যর্থ এই টকটকে লাল রস! রোজ সকালে খেলেই মিলবে বহু রোগের সমাধান

বিষাক্ত লোকে ভর্তি ছিল, আইপিএলের পুরনো ফ্র্যাঞ্চাইজি নিয়ে বিস্ফোরক ডিভিলিয়ার্সের

গুজরাটে গোলমাল, ধর্মীয় স্থানের ভিতর সুইমিং পুল, বাথটব আরও কত কী! দেখেই চোখ ছানাবড়া পুলিশ প্রশাসনের

নামী প্রযোজককে অপহরণ করে, ভয় দেখিয়ে মোটা টাকা আদায় করেছেন পূজা? ভয়াবহ অভিযোগ দেবের নায়িকার বিরুদ্ধে!

মহাসাগরের উপর চক্কর কাটতে কাটতেই আচমকা...ভারতের মাটিতে কেন নামল ব্রিটিশ যুদ্ধবিমান? জানা গেল সত্যিটা!

দল ভাঙছে মোহনবাগানের, ধরে রাখা গেল না তারকা ফুটবলারকে, রক্তাল্পতা সবুজ-মেরুনে

মেয়ের কাছে যাচ্ছিলেন, পিতৃদিবসে ডিএনএ নমুনায় শনাক্ত করা গেল রূপানিকে, দেহ দেওয়া হল পরিবারকে

এখানে ১ হাজার টাকার এসআইপি দিতে পারে ২ কোটি টাকা, কীভাবে

হারিয়ে গিয়েছিল লক্ষ বছর আগে, ফেরত আসতেই চিন্তায় গবেষকরা

ইজরায়েল-ইরান সংঘাতের আবহে প্রবল সমস্যায় ইন্টার মিলান, তারকা স্ট্রাইকার আটকে তেহরানেই

কার্তিককে নিয়ে কবীরের ‘জাতীয়’ মন্তব্য শুনেছেন? ইমতিয়াজের তরফে জন্মদিনের কোন ‘সেরা উপহার’ পেলেন শর্বরী?

‘পৌঁছে ফোন করব’, আহমেদাবাদ দুর্ঘটনায় ছেলেকে হারিয়ে মা বলছেন, ‘আমার আর কেউ রইল না'

বিয়ের পর আধার কার্ডে স্বামীর নাম কীভাবে অন্তর্ভুক্ত করবেন? জানুন সম্পর্ণ প্রক্রিয়া

টেস্ট চ্যাম্পিয়ন হওয়ার পুরস্কার 'গদা', আসলে এটা কী? এর ভিতরেই বা কী রয়েছে?

চোখে তুলসিপাতা, গলায় মালা, 'মরদেহ' জড়িয়ে হাউমাউ করে কান্না পরিবারের, হঠাৎ নড়ে উঠল 'মৃত'-এর পা, তারপর?

মাঝ আকাশে মহা-ঝামেলা, ইজরায়েল-ইরান সংঘাতের কবলে পড়লেন মোদি

ছন্দে ছন্দে ভারত! ডোনা গাঙ্গুলির হাত ধরে প্রথমবার ওড়িশি নৃত্যের তালে জেগে উঠল কেমব্রিজ বিশ্ববিদ্যালয়

মাছ মেরে ফেলার ২৪ মিনিটের মধ্যে সেটি খেয়ে ফেলুন, কারণ....

চন্দননগরে কর্মসংস্থান ও শিক্ষানবীশ মেলা, উদ্বোধন করলেন মন্ত্রী ইন্দ্রনীল সেন

খরচ করুন হিসেব করে, মাসে ২৫ হাজার আয় করেই হতে পারেন ৫ কোটির মালিক, কীভাবে

এলই না অ্যাম্বুল্যান্স! তরুণীর গর্ভস্থ সন্তানের মৃত্যু, ব্যাগে ভরে বাসে চেপে ফিরে গেলেন যুবক

অবসরের পর প্রতি মাসে ৫০০০ টাকা পেতে ইচ্ছুক? তাহলে কেন্দ্রীয় এই প্রকল্প সমন্ধে জানুন

হাসতে হাসতে পেটে খিল ধরবে, গা ছমছমে ‘থামা’র পর গোপনে শুরু আয়ুষ্মানের নতুন কমেডি মিশন!

২৪ ঘণ্টায় দেশে ১০ করোনা আক্রান্তের মৃত্যু, গুজরাট-কেরলে হাজার হাজার সংক্রমণ, ভয় ধরানো তথ্য এল সামনে

ফাঁকা ফ্ল্যাটে একের পর এক মেয়ের আনাগোনা! সারেগামাপা খ্যাত গায়কের কীর্তি দেখে কী করলেন প্রতিবেশীরা?

সোশ্যাল মিডিয়া