আজকাল ওয়েবডেস্ক: বুধবার সন্ধ্যায় ঝাড়খণ্ডের দুমকা জেলার কেবটপাড়ায় এক শিউরে ওঠার মতো ঘটনা ঘটে। জল ও আবর্জনা ফেলার তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে প্রতিবেশীদের মধ্যে বিবাদে এক যুবক এক গৃহবধূকে কুপিয়ে গলা কেটে হত্যা করে এবং তাঁর স্বামীকে মারাত্মকভাবে জখম করে।

অভিযুক্ত ফুলচাঁদ সাহ ঘটনার পর নিজেই থানায় আত্মসমর্পণ করেছে। পুলিশ জানায়, নিহত বিমলা দেবী ও প্রতিবেশী রাগিনী ঝার মধ্যে দীর্ঘদিন ধরে রাস্তা নিয়ে বিবাদ চলছিল। বুধবার সন্ধ্যা ৭টার দিকে ঝগড়া চরমে ওঠে। বিমলার স্বামী মনোজ সিং, যিনি একজন স্কুল শিক্ষক, মীমাংসার চেষ্টা করলে ফুলচাঁদ সাহ, তার বাবা লালচাঁদ সাহ ও দুই ভাই-সহ ঘটনাস্থলে এসে হামলা চালায়।

ফুলচাঁদ এক কোপেই বিমলার মাথা শরীর থেকে আলাদা করে দেয়। এরপর মনোজ সিংকেও তলোয়ার দিয়ে কুপিয়ে জখম করে। মনোজ রক্তাক্ত অবস্থায় ফুলো ঝানো মেডিকেল কলেজে ভর্তি, তার অবস্থা সংকটজনক।

পুলিশ ঘটনাস্থল থেকে হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার করেছে এবং বিমলা দেবীর মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মনোজ সিং জানান, রাগিনী ঝার সঙ্গে প্রায়ই ঝগড়া হতো, এবং ফুলচাঁদ ও তার পরিবার তাকে সমর্থন করত।

ঘটনাটি প্রত্যক্ষ করে বিমলার মেয়ে ঘরের ভিতরে লুকিয়ে পড়ে। সে জানায়, এভাবে প্রাণনাশ ঘটবে, তা কল্পনাও করেনি।

ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। দুমকার SDPO ই. ডুঙডুঙ জানান, পুলিশ তদন্ত চালাচ্ছে এবং অপরাধীর কঠোর শাস্তি নিশ্চিত করা হবে। শান্তি বজায় রাখার আহ্বান জানান তিনি।