আজকাল ওয়েবডেস্ক: ধর্মশালায় ভারত–নিউজিল্যান্ড ম্যাচে বৃষ্টির আশঙ্কা। আকুওয়েদারের রিপোর্ট বলছে, রবিবার সকাল থেকে দুপুর অবধি ধর্মশালায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৪৭ শতাংশ। অবশ্য তারপর থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে। বিকেল ৪টে থেকে সন্ধে ৬টা অবধি বৃষ্টির সম্ভাবনা ১০–১৪ শতাংশ। সন্ধে ৬টার পর বৃষ্টির সম্ভাবনা কমে হবে ২ শতাংশ। অর্থাৎ বৃষ্টি হলেও ম্যাচ ভেস্তে যাওয়ার সম্ভাবনা থাকছে না। প্রসঙ্গত, দুই দলই চার ম্যাচ করে জিতেছে। রানরেটে এগিয়ে থাকায় শীর্ষে নিউজিল্যান্ড। ভারত আছে দুইয়ে। রোহিতদের সামনে আজ কিউয়িদের হারিয়ে শীর্ষ যাওয়ার সুযোগ। তবে এটাও ঘটনা, ২০ বছর আগে শেষবার ৫০ ওভারের বিশ্বকাপে ভারত হারিয়েছিল নিউজিল্যান্ডকে। সেই ২০০৩ সালের পর আর বিশ্বকাপে জিততে পারেনি টিম ইন্ডিয়া। এই খরা কাটানোই চ্যালেঞ্জ রোহিতদের সামনে। হার্দিক এই ম্যাচে থাকছেন না। নেই কেন উইলিয়ামসনও। একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের অপেক্ষায় ধর্মশালা। বৃষ্টির যা একটু আশঙ্কা থাকছে।
