অভিনেত্রী নীনা গুপ্তা চিরকালই সোজাসাপ্টা কথা বলতে ভালবাসেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে ভারতীয় সমাজ ও পুরুষতান্ত্রিক মানসিকতা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন এই বর্ষীয়ান অভিনেত্রী। তাঁর মতে, আমাদের দেশের সিংহভাগ পুরুষই আত্মনির্ভরশীল নারীদের জীবনসঙ্গিনী হিসেবে মেনে নিতে ভয় পান।
2
5
ওই সাক্ষাৎকারে নীনা বলেন, "আত্মনির্ভরশীল মহিলারা পুরুষদের কাছে বিয়ের জন্য উপযুক্ত নন। অন্তত ৯৫ শতাংশ পুরুষের ক্ষেত্রেই এই কথাটা সত্যি।"
3
5
তাঁর দাবি, পুরুষরা সাধারণত এমন নারী পছন্দ করেন যারা কিছুটা অসহায় বা তাঁদের ওপর নির্ভরশীল থাকবে। কর্মঠ, স্বাধীনচেতা এবং নিজের কেরিয়ার নিয়ে সচেতন নারীদের অনেক পুরুষই সহ্য করতে পারেন না। কারণ, তাঁরা নারীর ওপর কর্তৃত্ব ফলাতে চান।
4
5
নীনা স্পষ্ট জানান, এটা কোনও বিতর্ক তৈরির জন্য নয়, বরং নিজের জীবন এবং চারপাশের সমাজকে দেখে তাঁর এই উপলব্ধি হয়েছে।
নিজের ব্যক্তিগত জীবনের এক তিক্ত অভিজ্ঞতার কথাও এদিন ভাগ করেন তিনি।
5
5
অভিনেত্রী জানান, একসময় তাঁর বিয়ে ঠিক হয়েছিল এবং আংটি বদলও হয়ে গিয়েছিল। কিন্তু বিয়ের ঠিক আগ মুহূর্তে তাঁর হবু স্বামী পিছিয়ে যান। কারণ হিসেবে ওই ব্যক্তি জানিয়েছিলেন তাঁর সাইনাসের অপারেশন করাতে হবে! এরপর দীর্ঘ সময় কেটে গেলেও সেই ব্যক্তি আর ফিরে আসেননি। যদিও পরে তিনি আবার ফিরে এসে বিয়ের প্রস্তাব দেন, কিন্তু নীনা তখন সাফ 'না' করে দিয়েছিলেন।