আজকাল ওয়েবডেস্ক: গতবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতছিল ভারত। এবারও ভারতের জেতার সম্ভাবনা রয়েছে। আর এই কাজে ভারতকে ভরসা দিচ্ছেন স্পিনাররা।
বিশ্বকাপের জন্য যে দল ঘোষণা করা হয়েছে, সেই স্কোয়াডে রয়েচেন বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল ও ওয়াশিংটন সুন্দরের মতো তারকা স্পিনাররা।
৭ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্ট বিশ্বকাপ। তার আগে ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি বিশ্বকাপে ভারতের সম্ভাবনা প্রসঙ্গে বলছেন, ''বিশ্বকাপের থেকে বড় কিছু হয় না। ভারত সবসময়ে আমার পছন্দের দল। ভারতের স্পিন আক্রমণ বেশ ভাল। আর বরুণ চক্রবর্তী যদি ফিট থাকে তাহলে তা ভারতের জন্যই ভাল।''
সৌরভ অতীতে দেশের ক্যাপ্টেন ছিলেন। এখন তিনি এসএ ২০-তে প্রিটোরিয়া ক্যাপিটালসের কোচ। প্রথমবার কোচের দায়িত্ব নিয়েছেন। সেই প্রসঙ্গে সৌরভ বলছেন, ''জীবনে প্রথমবার হেড কোচ হলাম। আমি উপভোগ করছি। আমার সঙ্গে দিল্লি ক্যাপিটালসের কো-ওনার পার্থ জিন্দালের সম্পর্ক খুল ভাল। আমাকে প্রিটোরিয়া ক্যাপিটালসের কোচ হতে বলেছিলেন। আমি ওঁর কথায় রাজি হয়ে যাই।''
আইপিএলে দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অফ ক্রিকেট তিনি। সেই সৌরভ বলছেন, ''আমিও শিখছি। আমি অসংখ্য ম্যাচ খেলতে পারি, অসংখ্য ম্যাচে নেতৃত্ব দিতে পারি। এবার আমি দলকে কোচিং করাচ্ছি। কিছু শেখার এবং বোঝার জন্য আমি কোচিং করাচ্ছি।''
এদিকে দক্ষিণ আফ্রিকা ২০-তে প্রিটোরিয়া ক্যাপিটালসের কাছে ২১ রানে হার মেনেছে পার্ল রয়্যালস। পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে উঠে এসেছে প্রিটোরিয়া ক্যাপিটালস।
এই জয় সম্পর্কে সৌরভ বলছেন, ''এই ধরনের জয় আত্মবিশ্বাস জোগায়। আশা রাখি এমন আরও অনেক জয় আমরা পাব। খেলাধুলোয় প্রতিটি দিনই নতুন দিন।''
দক্ষিণ আফ্রিকার সঙ্গে সৌরভ গাঙ্গুলির দারুণ রসায়ন। মহারাজ বলছেন, ''আমি বহুবার দক্ষিণ আফ্রিকায় এসেছি। ২০০৩ বিশ্বকাপের কথা ভোলা যায় না। সেবার ফাইনালে আমরা হেরে গিয়েছিলাম। কিন্তু সেবারের টুর্নামেন্টে আমরা ব্যতিক্রমী ক্রিকেট তুলে ধরেছিলাম।''
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করছে ভারত ও শ্রীলঙ্কা। সূর্যকুমার যাদবের দল নিয়ে স্বপ্ন দেখাই যায়। সৌরভ স্বপ্ন দেখছেন। দেশবাসীও আশাবাদী।
