আজকাল ওয়েবডেস্ক: রবিবার থেকে শুরু ভারত-নিউজিল্যান্ড একদিনের সিরিজ। সকলের নজর বিরাট কোহলি এবং রোহিত শর্মার দিকে। আসল ফোকাস টি-২০ বিশ্বকাপ। যা শুরু হতে একমাসও বাকি নেই। তাসত্ত্বেও পরের সাতদিন যাবতীয় নজর থাকবে দুই মহাতারকার দিকে। 

ভারতের ড্রেসিং রুমে দুই মহাতারকার উপস্থিতি অক্সিজেন ছড়িয়েছে। ভদোদরায় হতে চলা ভারত-নিউ জিল্যান্ড প্রথম ওয়ানডে ম্যাচের আগে নেট বোলারদের উদ্দীপ্ত করে গেলেন কোহলি। 

কোটাম্বি স্টেডিয়ামে ভারতীয় দল অনুশীলন করছিল। তুলির শেষ টান দিতে ব্যস্ত ছিলেন ভারতের ক্রিকেটাররা। নেট সেশনের শেষে কোহলি নেট বোলারদের উৎসাহ  জুগিয়ে যান। তাঁদের সই করা বল উপহার দেন। 

নেট বোলারদের উদ্দেশে কোহলি বলেন,  ''যদি তুমি মারও খাও, তাহলেও ঠিক আছে। কিন্তু ব্যাটসম্যান যে বলটা তোমার কাছ থেকে চাইছে, সেই ডেলিভারি না করে যে বলটা তুমি করতে চাইছো সেই বলটাই তুমি করেছো, এই বিশ্বাস তোমার থাকতে হবে।'' 

দুর্দান্ত ফর্ম নিয়ে নিউ জিল্য়ান্ড সিরিজে খেলতে এসেছেন কোহলি। বিজয় হাজারে ট্রফিতে ৭৭ ও ১৩১ রান করেছেন তিনি। তার আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে কোহলি সুপারহিট। কিউয়িদের বিরুদ্ধে কোহলির ব্যাটের দিকে তাকিয়ে সবাই। 

?ref_src=twsrc%5Etfw">January 10, 2026

এদিকে নিউজিল্য়ান্ডের বিরুদ্ধ ওয়ানডে সিরিজ শুরুর আগে খোশমেজাজে রয়েছেন স্বয়ং কোহলি। অনুশীলনে বেশ খুনসুটি করছিলেন বিরাট। কখনও যশস্বী জয়সওয়াল তো কখনও অর্শদীপ সিং। কোহলির খুনসুটির হাত থেকে রেহাই পাননি কেউ। অনুশীলনে যেভাবে অর্শদীপকে নকল করে দেখালেন, তাতে হেসে গড়িয়ে পড়ছেন নেটিজেনরা। অনেকে তো বলেই ফেলেছেন, ''কে বলবে কোহলির বয়স ৩৮! একেবারে ছোটদের মতো মজা করছেন।''


টিম ইন্ডিয়ার অনুশীলনের একটি ভিডিও ভাইরাল হয়েছে। নিজের মনে দৌড়চ্ছিলেন কোহলি। হঠাৎ দেখেন, উল্টোদিক থেকে অর্শদীপ দৌড়ে আসছেন। সঙ্গে সঙ্গে অর্শদীপের মতো করে দৌড়নো শুরু করেন। রীতিমতো হাত ছড়িয়ে, কাঁধ বেঁকিয়ে অর্শদীপের নকল করেন তিনি। যা দেখে হাসি থামছিল না রোহিত শর্মার। হাসির রোল নেটপাড়াতেও। কেউ বলছেন, ''দিল তো বাচ্চা হ্যায় জি।’ অনেকে আবার কিছুটা অবাক হয়েই বলছেন, ‘কে বলবে এই লোকটা দুই সন্তানের বাবা!''

বয়সকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে সবুজ মাঠে পারফর্ম করে চলেছেন কোহলি।