আজকাল ওয়েবডেস্ক: ভারতের বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে, উত্তর ও পশ্চিম ভারতের ৩২টি নির্বাচিত বিমানবন্দরে ৯ থেকে ১৪ মে ২০২৫ পর্যন্ত সকল বেসামরিক ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। এই সিদ্ধান্ত পরিচালনাগত কারণে নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

যে বিমানবন্দরগুলি সাময়িকভাবে বন্ধ থাকবে, তার মধ্যে রয়েছে:
অধমপুর, অম্বালা, অমৃতসর, আওয়ানতিপুর, বাথিন্ডা, ভুজ, বিকানের, চণ্ডীগড়, হালওয়ারা, হিন্ডন, জয়সালমের, জম্মু, জামনগর, যোধপুর, কান্ডলা, কাংড়া (গাগগাল), কেশোদ, কিশনগড়, কুল্লু মানালি (ভুনতার), লেহ, লুধিয়ানা, মুণ্ডরা, নালিয়া, পাঠানকোট, পাতিয়ালা, পোরবন্দর, রাজকোট (হিরাসার), সারসাওয়া, শিমলা, শ্রীনগর, থোইসে, ও উত্তারলাই।

ফলত, এই ৩২টি বিমানবন্দরে উল্লিখিত সময়ে সমস্ত বেসামরিক উড়ান বন্ধ থাকবে।

এছাড়াও, দিল্লি ও মুম্বাই ফ্লাইট ইনফরমেশন রিজিয়নের (FIRs) আওতাধীন ২৫টি বিমান রুটেও চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে, যা NOTAM G0555/25 অনুযায়ী কার্যকর হবে। এই রুটগুলো ১৪ মে রাত ১১:৫৯ UTC (১৫ মে সকাল ৫:২৯ IST) পর্যন্ত সমতল থেকে অনির্দিষ্ট উচ্চতা পর্যন্ত বন্ধ থাকবে।

বিমান সংস্থাগুলোকে পরামর্শ দেওয়া হয়েছে যেন তারা বিকল্প রুট নির্ধারণ করে, যাতে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা যায় এবং বিঘ্ন কমানো যায়। পুরো প্রক্রিয়া এয়ার ট্রাফিক কন্ট্রোল (ATC) ইউনিটগুলোর সঙ্গে সমন্বয় করে পরিচালনা করা হচ্ছে।