আজকাল ওয়েবডেস্ক: শুক্রবার বিকেল ৩টা থেকে রাজধানীর আইটিও-তে পিডব্লিউডি ভবনের ছাদে বসানো এয়ার রেইড সাইরেন পরীক্ষামূলকভাবে বাজানো হয়। ১৫–২০ মিনিট ধরে এই পরীক্ষা চলে।

সম্প্রতি পহেলগাঁও জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যু, যাদের মধ্যে বেশিরভাগই ছিলেন পর্যটক, তার পর থেকেই ভারত-পাকিস্তান সীমান্তে গোলাগুলি ও ক্ষেপণাস্ত্র হামলার কারণে উত্তেজনা চরমে। এই প্রেক্ষাপটেই এই সাইরেন পরীক্ষা করা হয়।

দিল্লির পিডব্লিউডি মন্ত্রী প্রবেশ বর্মা জানান, "দিল্লির সব বড় বড় বিল্ডিংয়ে সাইরেন বসানো হবে। এর আওতা ৮ কিলোমিটার। আজ রাত থেকেই ৪০-৫০টি নতুন সাইরেন বসানো শুরু হবে এবং একটি কমান্ড সেন্টার থেকে এগুলি চালানো যাবে।"

এদিকে, বৃহস্পতিবার রাতে পাকিস্তানি সেনার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পর দিল্লির গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। আদালত, বিদেশি মিশন, জলের প্ল্যান্ট- সহ সব গুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত পুলিশ ও আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে।

দিল্লি পুলিশ সব কর্মীর ছুটি বাতিল করেছে। রাতের টহল বাড়ানো হয়েছে। সব ডেপুটি কমিশনার ও বিশেষ কমিশনাররা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।