আজকাল ওয়েবডেস্ক: পহেলগাঁওয়ের প্রত্যাঘাতে অপারেশন সিঁদুর। ভারতীয় সেনা একযোগে গুঁড়িয়ে দিয়েছে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের একাধিক জঙ্গিঘাঁটি। তবে শুধু জঙ্গিঘাঁটি নয়, অপারেশন সিঁদুর বড় ধাক্কা দিয়েছে পাক অর্থনীতিকেও। অপারেশন সিঁদুরের পর, বুধবারেই বড় বিপর্যয় দেখা গিয়েছিল ভারতের অর্থনীতিতে।
বুধবার বাজার খুলতেই পাকিস্তানের বিনিয়োগকারীদের মধ্যে ভয়ের পরিবেশ দেখা যায়। তারা কোন পথে দ্রুত নিজেদের টাকা ফেরত নেবেন সেজন্য তাড়া লেগে যায়। ফলে একধাক্কায় ৬৫৬০.৮২ পয়েন্ট নিচের দিকে চলে যায় শেয়ার বাজার। একধাক্কায় নামে ৫.৭৮ শতাংশ।
সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, বৃহস্পতিবার পাকিস্তানের শেয়ার বাজার ইনডেক্স KSE 100 এক ধাক্কায় নেমে গিয়েছে ছ’ শতাংশ। ২২ তারিখের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর থেকেই ক্রমাগত ধাক্কা খাচ্ছে পাক-শেয়ার বাজার, বেসামাল অবস্থা। কয়েকদিন আগে পাকিস্তান স্টক এক্সচেঞ্জের পোর্টালে এমন ধস নামে যে সেটিকে প্রাথমিকভাবে বন্ধ করে দিতে বাধ্য হয় সেখানকার কর্তারা। আর অপারেশন সিঁদুরের পর যেন আরও বেহাল অবস্থা পাকিস্তান শেয়ার মার্কেটের।
