মঙ্গলবার ১৪ অক্টোবর ২০২৫
সম্পূর্ণ খবর
AD | ০৭ মে ২০২৫ ১৫ : ০১Abhijit Das
রুশ বিজয় দিবসের ৮০ বছর পরে সেই ইতিহাস ফিরে দেখা যেমন যায়, তেমনই ইতিহাসকে মিলিয়ে দেখা যায় বর্তমানের আয়নায়। আর আজকাল ডট ইনের সঙ্গে কথাবার্তায় সেই বিশ্লেষণ করলেন রুশ কনসাল জেনারেল ম্যাক্সিম কোজলভ।
প্রশ্ন: বিজয় দিবসের তাৎপর্য যদি আমাদের কাছে আপনার মতো করে বলেন।
উত্তর: মানব ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ও রক্তাক্ত সংঘাত, দ্বিতীয় বিশ্বযুদ্ধ– যা রাশিয়ার মানুষের হৃদয়ে 'মহান দেশপ্রেমিক যুদ্ধ' নামে চিরস্মরণীয়। সেই যুদ্ধ পৃথিবী থেকে কেড়ে নিয়েছিল ছ'কোটিরও বেশি প্রাণ।
২০২৫ সালের ৯ মে আমরা উদযাপন করব সোভিয়েত ইউনিয়নের সেই গৌরবময় ঐতিহাসিক বিজয়ের ৮০তম বার্ষিকী। রুশ জনগণের জন্য এই দিনটি কেবল একটি ছুটির দিন নয়, এটি ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে প্রদত্ত অসামান্য ত্যাগের এক গভীর স্মারক।
নাৎসি জার্মানি ও তার সহযোগীদের হাতে এই মহান দেশপ্রেমিক যুদ্ধে প্রাণ হারিয়েছিলেন দু'কোটি সত্তর লক্ষ সোভিয়েত নাগরিক। লক্ষ লক্ষ মানুষকে সহ্য করতে হয়েছিল মৃত্যু শিবিরের নির্মম অত্যাচার, হারাতে হয়েছিল নিজেদের ঘরবাড়ি, কিংবা কেউ-কেউ বাধ্য হয়েছিলেন জার্মানির দখলে থাকা এলাকায় শ্রম দিতে। আমাদের দেশের এমন কোনও পরিবার ছিল না যাঁরা এই যুদ্ধের ছায়া থেকে মুক্ত ছিলেন, যাঁরা এই যুদ্ধের যন্ত্রণা অনুভব করেননি।
আমাদের পূর্বপুরুষেরা প্রতিদিনই লড়েছেন—কারও হাতে ছিল অস্ত্র, কেউ খুঁড়েছেন প্রতিরক্ষা পরিখা, কেউ বা আহত সৈনিকদের সেবা করেছেন ফিল্ড হাসপাতালে। কেউ যোগ দিয়েছেন পার্টিজান বাহিনীতে, আবার কেউ অক্লান্ত পরিশ্রম করেছেন পিছনের সারিতে। প্রত্যেকেই ছিলেন এক একজন যোদ্ধা, আর প্রত্যেকের ত্যাগ আমাদের এগিয়ে নিয়ে গিয়েছে চূড়ান্ত বিজয়ের দিকে। রুশ জনগণের জন্য ৯ মে এক গভীর তাৎপর্যপূর্ণ দিন- এটি আমাদের বীর শহিদদের স্মরণের দিন, প্রবীণ যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদনের দিন, মুক্তির বিজয়ের প্রতিফলনের দিন। এটি ভবিষ্যৎ প্রজন্মকে শান্তি ও স্বাধীনতার প্রকৃত মূল্য বোঝার এক অনন্ত শিক্ষা।
প্রশ্ন: আপনার সঙ্গে এই বিজয় দিবস জড়িত ব্যক্তিগত সূত্রেও, কীভাবে?
উত্তর: আমার জন্য এটি এক পবিত্র দিন- প্রার্থনা ও স্মরণের দিন। আমি কখনওই আমার পিতামহ-মাতামহকে দেখিনি। শিশু হিসেবে কখনও পাইনি তাদের স্নেহ, কৈশোরে শুনিনি তাদের জ্ঞানগর্ভ উপদেশ, বড় হয়ে দেখাশোনা করার সুযোগও হয়নি আমার। আমার বাবার পিতা আনাতোলি ইভানোভিচ, যিনি সোভিয়েত সীমান্তরক্ষী বাহিনীর অফিসার ছিলেন, নাৎসি আক্রমণের প্রথম দিনেই, ১৯৪১ সালের ২২ জুন শহিদ হন। আমার মায়ের পিতা ফিওদোর দেনিসোভিচ, একজন পদাতিক সৈন্য, ১৯৪৫ সালের ফেব্রুয়ারিতে, বার্লিন অভিযানের সময় শহিদ হন— বিজয়ের মাত্র কয়েকমাস আগে। আমার পরিবার চিরদিন গর্ব করবে তাদের এই আত্মত্যাগ নিয়ে।
প্রশ্ন: বিজয় দিবস বলতে আপনি কী উপলব্ধি করেন?
উত্তর: দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয় ছিল হিটলার বিরোধী মিত্রশক্তির সকল দেশের সম্মিলিত অর্জন। সকল পার্থক্য বিভেদ ভুলে গিয়ে তারা একসঙ্গে মোকাবিলা করেছিল নাৎসিবাদের মতো একবর্ণবাদী মতাদর্শকে, যা হুমকি দিয়েছিল সমগ্র মানব সভ্যতার অস্তিত্বকে। আজ আমরা গভীর শ্রদ্ধায় স্মরণ করি সেই সব বীরদের, যাঁরা কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছিলেন এই অন্ধকারের বিরুদ্ধে।
প্রশ্ন: আর ভারতের অবদান নিয়ে আপনি আলাদা করে কী বলতে চাইবেন, কারণ ভারত সেই সময় গুরুত্তপূর্ণ ভূমিকা নিয়েছিল।
উত্তর: আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি নাৎসি জার্মানির পরাজয়ে ভারতের অবদানকে। ১৯৪১-৪২ সালে সোভিয়েত ইউনিয়নের সমর্থনে গঠিত হয়েছিল বিভিন্ন মৈত্রী সংগঠন। বীর ভারতীয় সৈন্যরা পারস্যের পথ দিয়ে রেড আর্মিতে পৌঁছে দিয়েছিলেন অত্যাবশ্যকীয় সরবরাহ, নিয়ে এসেছিলেন লেন্ড-লিজ সাহায্য। ২৫ লক্ষেরও বেশি ভারতীয় সৈন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নিয়েছিলেন, যাদের মধ্যে ৮৭ হাজারেরও বেশি বীরযোদ্ধা আত্মোৎসর্গ করেছিলেন।
প্রশ্ন: এবারের বিজয় দিবস কী ভাবে পালিত হবে পৃথিবী জুড়ে?
উত্তর: এ বারের ৯ মে রাশিয়া ও বিশ্বজুড়ে পালিত হবে বিজয় দিবস। রেড স্কোয়ারে অনুষ্ঠিত হবে বিশাল সামরিক কুচকাওয়াজ, অজানা সৈনিকের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হবে ‘অমর রেজিমেন্ট’— যে উদ্যাগে মানুষ তাদের পূর্বপুরুষদের ছবি নিয়ে মিছিলে হাঁটে, আজ তা শুধু রাশিয়াতেই নয়, বিশ্বের বহুদেশে ছড়িয়ে পড়েছে। এই মিছিলে অংশ নেবেন হাজার হাজার রুশ নাগরিক, প্রবাসী রুশ সম্প্রদায় ও অন্য দেশের মানুষও—যাঁরা সম্মান করেন সেই আত্মত্যাগ। আমরা স্মরণ করব যুদ্ধক্ষেত্রে প্রাণ উৎসর্গকারী সৈন্যদের, কনসেনট্রেশন ক্যাম্পের বন্দিদের, আর দুর্ভিক্ষ ও দুঃখ-কষ্টে মৃত্যুবরণ করা সাধারণ মানুষদের।
এ বারের বিজয় দিবসের কুচকাওয়াজে অংশ নেবেন মিত্রদেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ইতিমধ্যেই আমন্ত্রণ জানানো হয়েছে, এবং আমরা সম্মানিত বোধ করব একটি উচ্চপর্যায়ের ভারতীয় প্রতিনিধি দলকে স্বাগত জানিয়ে। ২০টি সহযোগী দেশের রাষ্ট্রপ্রধান ও প্রশাসনিক প্রধানরা মস্কোর বিজয় দিবসের কুচকাওয়াজে উপস্থিত থাকবেন। রাশিয়া জুড়ে বিভিন্ন শহরে আয়োজিত হবে স্মরণানুষ্ঠান। বর্তমানে রাশিয়ায় মাত্র সাত হাজার প্রবীণ যোদ্ধা বেঁচে আছেন- প্রত্যেককে করা হবে বিশেষ সম্মানিত, যারা স্বাস্থ্যজনিত কারণে অনুষ্ঠানে অংশ নিতে পারবেন না, তাদের বাড়িতে গিয়ে জানানো হবে আমাদের কৃতজ্ঞতা।
কলকাতায় রুশ সম্প্রদায়ের পাশাপাশি আমরা আয়োজন করব বিভিন্ন প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের। 'অমর রেজিমেন্ট' কর্মসূচি এবং ‘স্মরণ উদ্যান’ প্রকল্প, হয়ে উঠেছে স্মৃতিচারণার এক শক্তিশালী মাধ্যম। এ বারের অনুষ্ঠানগুলি প্রতিফলিত করবে এই ঐতিহাসিক মাইলফলকের গৌরব।
প্রশ্ন: এতদিন পরে এসেও বিজয় দিবসের ইতিহাস ম্লান হয়নি, আজ, এই সময়ে দাঁড়িয়ে আপনার এই বিশেষ দিনটি নিয়ে কী মনে হয়?
উত্তর: তরুণ প্রজন্মকে এই ইতিহাসের সঙ্গে সম্পৃক্ত করা আমাদের অত্যন্ত জরুরি। আমাদের নিশ্চিত করতে হবে যে নতুন প্রজন্ম বুঝতে পারে সেই সব মানুষের ত্যাগের মর্ম, যাঁরা অকল্পনীয় মূল্যে আমাদের স্বাধীনতা এনে দিয়েছিলেন। নাৎসিবাদের বিরুদ্ধে এই বিজয় আমাদের সম্মিলিত ঐতিহ্য, যা জাতি ও প্রজন্মের বিভেদ মুছে দেয়। এই বিজয় কেবল একটি সামরিক জয় নয়, এটি মানবতার পক্ষে এক চূড়ান্ত অবস্থান— যা জাতি-ধর্ম-ভাষা পেরিয়ে সকলকে এক করেছে।
তবে, দুঃখের বিষয়, আজ এই ইতিহাস বিকৃত করার চেষ্টা চলছে। যারা নিজেদের রাজনীতি তৈরি করেছে মিথ্যার উপর, তাদের কাছে এই সত্য অস্বস্তিকর। এই অপচেষ্টার বিরুদ্ধে রাশিয়া জাতিসংঘে একটি প্রস্তাব পেশ করেছে, যা বহু দেশ, ভারতের মতোই, সমর্থন করেছে। এ বছর গৃহীত হয়েছে দুটি গুরুত্বপূর্ণ প্রস্তাব— একটি নব্য-নাৎসিবাদের বিরুদ্ধে, আরেকটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৮০ বছর পূর্তি স্মরণে।
১৯৪৫ সালের সেই মহান বিজয় কখনও ম্লান হবে না। কোনও সংশোধনবাদ আমাদের শেখা সত্যকে মুছে ফেলতে পারবে না। আমাদের কর্তব্য অপরিবর্তিত- ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই পবিত্র স্মৃতি সংরক্ষণ করা। আমরা দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছি সত্য আর ন্যায়ের পাশে। কেবল আমাদের সম্মিলিত প্রচেষ্টাই পারে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সত্যকে রক্ষা করতে এবং নব্য-নাৎসিবাদের মতো বিপদের মোকাবিলা করতে।
এই মহান বিজয় দিবসে, আমি সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা।

নানান খবর

নয় বছরের নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ, গার্ডেনরিচ থানা এলাকায় চাঞ্চল্য, অভিযুক্ত পলাতক

সরকারি অনুমতি ছাড়া আর বিদেশ ভ্রমণ নয়, নয়া নিয়ম জারি করল পশ্চিমবঙ্গ সরকার

মনের রোগ নিয়ন্ত্রণে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে নব চেতনার দিগন্তে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন

রবিরার রাজ্যে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের পরীক্ষা, পরীক্ষার্থীদের সুবিধার্থে রবিবার চলবে বিশেষ মেট্রো

ব্যাগে বন্দুক নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্য? মমতা ব্যানার্জির পাড়া থেকে আটক এক

দুপুরেই কলকাতায় অন্ধকার, তুমুল বৃষ্টি-প্রবল ঝড়, কতক্ষণ চলবে দুর্যোগ? জলযন্ত্রণার আতঙ্কে শহরবাসী

রক্ষণাবেক্ষণের কাজের জন্য সপ্তাহান্তে বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, কোন রাস্তায় যাতায়াত করবেন? বড় আপডেট কলকাতা পুলিশের

গৃহবধুর অস্বাভাবিক মৃত্যু হরিদেবপুরে, বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে খুন না কি আত্মহত্যা, তদন্তে পুলিশ

জায়গা দখল নিয়ে তুমুল বাকবিতণ্ডা, চলন্ত লোকালে পেপার স্প্রে ছুড়ে হুলুস্থুল বাধালেন যুবতী! শেয়ালদহে চাঞ্চল্যকর ঘটনা

খেলনা নিয়ে খালের পাড়ে খেলাধুলা, হঠাৎ ভেসে গেল ২ শিশু, মর্মান্তিক পরিণতি এক শিশুকন্যার, কেষ্টপুরে ভয়াবহ দুর্ঘটনা

একই ঘরে সুজান ও নায়িকার সঙ্গে হৃত্বিক...! ‘কহো না প্যায়ার হ্যায়’র শুটিংয়ের কোন গোপন কাণ্ড ফাঁস করলেন আমিশা?

শরীরে এই ভিটামিনের অভাব হলেই হানা দেয় জটিল অসুখ! কোন কোন লক্ষণে লুকিয়ে মারাত্মক বিপদের সতর্কবার্তা?

মাত্র ৭ দিনে বন্ধ হবে চুল পড়া, গজাবে নতুন চুলও! নামী-দামি প্রোডাক্ট নয়, এই সব ঘরোয়া প্যাকই করবে কামাল

দিল্লিতে জাদেজার নজির, ছাপিয়ে গেলেন দেশের এক চ্যাম্পিয়ন বোলারকে

কন্ডোমের বিজ্ঞাপনে এবার ‘এআই সুন্দরী’! যৌন সচেতনতা বাড়াতে বাড়ি বাড়ি যাবে মীরা কপূর

‘কান্তারা’র শুটিংয়ে পা ফুলে ঢোল, শরীরে তীব্র যন্ত্রণা! তবুও কোন ‘ঐশ্বরিক’ শক্তির জোরে ক্লাইম্যাক্স ফুটিয়ে তুলেছিলেন ঋষভ?

পোশাকের নীচে অন্তর্বাস নয়, সাজানো থরে থরে মাদকের প্যাকেট! অভিনব পাচার-চক্র ফাঁস করল আরপিএফ, ধৃত ৬

‘সাইয়ারা’র শুটিং থেকে আহান-অনীতের প্রেম! একান্ত মুহূর্তের ছবি পোস্ট করে কি এবার সম্পর্কে সিলমোহর জুটির?

প্রয়াত পাকিস্তানের প্রবীণতম ক্রিকেটার

বিমানবন্দরে বিভীষিকা! ব্যাঙ্কক ফেরত যাত্রীর ব্যাগ খুলতেই কিলবিল করে বেরল সাপ, গিরগিটি-সহ ৬১টি বিরল প্রাণী

কন্যাভ্রূণ হত্যা! পুরুষের তুলনায় নারীর সংখ্যা কম নিয়ে গভীর উদ্বেগ সুপ্রিম কোর্টের একমাত্র মহিলা-বিচারপতির

বর্ধমান স্টেশন দুর্ঘটনার তদন্তে চার সদস্যের কমিটি গঠন পূর্ব রেলের

বিহার জয়ে রণকৌশল বৈঠকে কং-আরজেডি, মঙ্গলেই ঘোষণা মহাগঠবন্ধনের আসনরফা?

জগদ্ধাত্রী শোভাযাত্রায় থাকবে না বিদ্যুৎ বিভ্রাট, প্রশাসনিক বৈঠকে নেওয়া হল সিদ্ধান্ত

ক্যারিবিয়ান ব্যাটারকে রীতিমতো ‘হুঁশিয়ারি’ দিয়ে সিরাজ যা বললেন শুনলে আঁতকে উঠবেন

এশিয়া কাপে হ্যান্ডশেক বিতর্কের রেশ এবার হকিতে, সতর্কবাণী পাকিস্তান হকি ফেডারেশনের

একজন প্রকৃত ভোটারের নামও যেন বাদ না যায়, বিজয়া সম্মেলনে এসআইআর নিয়ে কর্মীদের নির্দেশ অভিষেকের

রাতের অন্ধকারে ঘরে ঢুকে পড়ল আট ফুট লম্বা প্রাণী, অন্যদের বাঁচাতে তাকেই কাঁধে তুলে নিলেন ব্যক্তি, তারপর...

এশিয়া কাপে হ্যান্ডশেক বিতর্কের রেশ এবার হকিতে, সতর্কবাণী পাকিস্তান হকি ফেডারেশনের

মেসির কেরল সফর ঘিরে হঠাৎই অনিশ্চয়তা, কিন্তু কেন? হতাশ হবেন ফুটবলপ্রেমীরা

আইস ওয়াটার ফেসিয়াল থেকে ফেস টেপিং, সমাজ মাধ্যমে জনপ্রিয় রূপচর্চার হরেক ট্রেন্ড! আদৌ এগুলো নিরাপদ তো?

অস্ত্রোপচার ছাড়াই চোখে সোনার ইনজেকশনে ফিরবে দৃষ্টি! যুগান্তকারী গবেষণায় দৃষ্টিহীনদের জন্য আশার আলো

দেশের এক লক্ষের বেশি স্কুল চলছে মাত্র এক জন শিক্ষকের ভরসায়! ভয় ধরানো তথ্য তুলে ধরল কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক

দিল্লি টেস্টের মধ্যেই তুমুল মারপিট, গ্যালারিতে প্রেমিকের চুলের মুঠি ধরে পরপর চড় কষালেন তরুণী, কারণ জানলে চমকে যাবেন