
সোমবার ০৫ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: গোটা ভারতের মধ্যে দ্বিতীয়, স্কুলের মধ্যে প্রথম। আইসিএসই-তে ৪৯৯ নম্বর পেয়ে এবার একাদশ-দ্বাদশে মন দিয়েছে ডন বস্কো লিলুয়ার ছাত্র আরুষ সাহা। ৫০০ নম্বরে ৪৯৯ পেয়ে গোটা ভারতে দ্বিতীয় হয়েছে আরুষ। একটি মাত্র নম্বর কাটা গিয়েছে ইংরেজিতে। বাকি সবকটি বিষয়ে ফুল মার্কস পেয়েছে সে। অবশ্য, আরুষ মন দিয়েছে এবার একাদশ-দ্বাদশের দিকে। সায়েন্স নিয়ে পড়ার ইচ্ছে তার।
আজকাল ডট ইনকে সে জানাল, ‘আপাতত সায়েন্স নিয়ে পড়ার ইচ্ছে রয়েছে। অঙ্ক আমার খুব ভাল লাগে, সেটা নিয়েই এগোতে চাই, পরবর্তীকালে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ার ইচ্ছে’। আরুষের বাবা সুজন সাহা জানালেন, ‘পড়াশোনার ক্ষেত্রে আমি খুব একটা নজর দিতাম না। ওর মা পাটুলিয়া গার্লস স্কুলে ইতিহাসের শিক্ষিকা। তিনিই পড়াশোনাটা দেখতেন। আমার খেয়াল রাখতাম যাতে পরীক্ষার আগে ও খুব বেশি চাপ না নেয়। আমরা বারবার বলেছি তুমি তোমার সেরাটা দিয়ে আসবে। পরীক্ষায় ফুল মার্কস পেতেই হবে এরকম কোনও ব্যাপার নেই। ঠাণ্ডা মাথায় পরীক্ষা দিয়ে আসবে। স্কুল থেকেও খুব ভালভাবে সাহায্য পেয়েছে আরুষ’।
আরুষের রেজাল্টের পর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজে চিঠি পাঠিয়ে শুভেচ্ছা জানিয়েছেন তাঁকে। আরুষের বক্তব্য, ‘সারা বছরই পড়াশোনা করেছি, যে কারণে পরীক্ষার আগে আমাকে খুব বেশি খাটতে হয়নি। তবে আইসিএসই পরীক্ষার আগে স্কুল থেকে খুব সাহায্য পেয়েছি। প্রচুর টেস্টপেপার করেছি, মক টেস্ট দিয়েছি, স্কুলেও নিয়মিত পরীক্ষা নেওয়া হত। সেগুলো খুব কাজে দিয়েছে’।
পড়াশোনার পাশাপাশি গান, আবৃত্তির প্রতিও আগ্রহ রয়েছে তার। ফুটবলের পাশাপাশি ক্রিকেট দেখতেও ভালবাসে লাল হলুদের ভক্ত আরুষ। সে জানায়, ‘আমি ইস্টবেঙ্গল সমর্থক। ক্রিকেটে কলকাতা নাইট রাইডার্সের খেলা দেখতেও ভাল লাগে। তবে তিনবার মাঠে গিয়েছি, তিনবারই কলকাতা হেরে গিয়েছে, তাই বাড়িতেই খেলা দেখছি এখন’।
একা বা অসাবধান অবস্থায় সীমান্তে যাবেন না, কৃষকদের সতর্ক করল পুলিশ
বক্সা ব্যাঘ্র প্রকল্পের হরিণ শিকার করে সেই মাংস দিয়ে বনভোজন, গ্রেপ্তার তিন অভিযুক্ত
ঠিক যেন সিনেমা, মৃত প্রেমিকাকে বিয়ে যুবকের! স্থবির দেহেই হল সিঁদুরদান-মালাবদল
দীর্ঘ ৪৮ বছর এই ব্যাঙ্কের ক্ষমতা ধরে রেখেছিল এসইউসিআই, এবার হল পালাবদল
'স্ট্রং ম্যান' হুমায়ুন, বহরমপুরে রুদ্ধদ্বার বৈঠকে মুর্শিদাবাদে ১০ জনের বিশেষ কমিটি গঠনের নির্দেশ মমতার
মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফর শুরুর আগে বহরমপুর ব্যারাক স্কোয়ার মাঠে বসানো হলো সেনাবাহিনীর অত্যাধুনিক ট্যাঙ্ক
মাধ্যমিক শুরুর আগে পিতৃহারা, ৬৩৭ নম্বর পেয়েও বিজ্ঞান নিয়ে পড়তে অর্থনৈতিক বাধার সম্মুখীন হাওড়ার স্নেহা
১৯৮০ সালে টুরিস্ট ভিসায় পাকিস্তান থেকে ভারতে, ৪৫ বছর ধরে ভোট দিচ্ছেন চন্দননগরের ফতেমা বিবি
ভারতে আটক পাক রেঞ্জার, তবে কি এবার মুক্তি মিলবে? আশার আলো দেখছেন পূর্ণমের স্ত্রী
ভয়াবহ দুর্ঘটনা, আর তাতেই প্রকাশ্যে এল গরু পাচারের নয়া রুট! লালবাগ-সাহাপুর ঘাটে চাঞ্চল্য
সামশেরগঞ্জের ক্ষতিগ্রস্ত পরিবারদের পাশে দাঁড়ালেন পুলিশকর্তারা, সাসপেন্ড দুই পুলিশ আধিকারিক
তুফানগঞ্জে দিনেদুপুরে অপহরণ, ৬ লক্ষ টাকা সহ এক ব্যক্তিকে নিয়ে চম্পট দুষ্কৃতীদের
টুরিস্ট ভিসায় এসে আর ফেরা হল না, চন্দননগরে গ্রেপ্তার পাকিস্তানি নাগরিক
মাধ্যমিকে ভাল ফল বক্সিরহাটের রাজমিস্ত্রী পরিবারের বিকাশের, উচ্চ মাধ্যমিকে আর্থিক সহায়তা চায় তার পরিবার
দুষ্প্রাপ্য ব্রুনাই কিং আম পান্ডুয়ায়! শিক্ষকের ফলের বাগান দেখলে চোখ ধাঁধিয়ে যাবে