আজকাল ওয়েবডেস্ক: আসন্ন রাম মন্দির উদ্বোধনে থাকবে না সিপিআইএম। জানিয়ে দিলেন দলের বর্ষীয়ান নেত্রী তথা পলিটব্যুরো সদস্য বৃন্দা কারাত। তিনি বলেন, ধর্ম এবং রাজনীতি দুটি একেবারে অন্য বিষয়। বিজেপির কাজই হল ধর্ম নিয়ে রাজনীতি করা। এই কাজে বিজেপি অন্য সকল দলের প্রধান নেতা-নেত্রীদের আমন্ত্রণ জানিয়েছে। তবে সিপিআইএম এই ধরণের কোনও কাজে অংশগ্রহণ করবে না। বিজেপির নীতির মধ্যে আরএসএসের নীতিও যুক্ত রয়েছে বলে জানান বৃন্দা কারাত। কংগ্রেসের শীর্ষ নেতৃত্বকেও আমন্ত্রণ পাঠিয়েছে বিজেপি। ২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন হবে। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই মন্দিরের উদ্বোধন করবেন। উপস্থিত থাকবেন প্রায় চার হাজার সাধু। রাম মন্দিরকে ঘিরে ইতিমধ্যেই বিভিন্ন রাজ্য থেকে ভক্তরা অযোধ্যায় আসতে শুরু করেছেন। সবমিলিয়ে রাম মন্দির উদ্বোধনের আগে জমজমাট রাজনৈতিক তরজাও।