সংবাদসংস্থা মুম্বই: পর্দায় ঘনিষ্ঠ দৃশ্য, নায়িকাকে ঠোঁটঠাসা চুমু মানেই উঠে আসে অভিনেতা ইমরান হাশমির নাম। বলিউডে এক সময় তাঁর জুটেছিল 'সিরিয়াল কিসার' তকমা। তবে ইমরান হাশমি সম্প্রতি এক সাক্ষাৎকারে তাঁর 'সিরিয়াল কিসার' তকমা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। 

 


সম্প্রতি এক সাক্ষাৎকারে ইমরান বলেন, "গল্পের খাতিরে অভিনেতাদের অনেক রকম চরিত্রে দেখা যেতে পারে। কিন্তু তাই বলে, এভাবে কাউকে একটা ধারার চরিত্রের তকমা দিয়ে দেওয়া ঠিক নয়। যখন আমি নিজেকে অন্যভাবে প্রস্তুত করছি, ভিন্নধারার কাজে মনোনিবেশ করছি, তখন এই তকমাগুলো মনের জোর কেড়ে নিত। তাই অনেকদিন ধরেই অন্যধারার কাজ করার চেষ্টা করছি। যাতে দর্শক আমায় ভিন্ন চরিত্রে গ্রহণ করতে পারেন।"

 


এর মাঝেই শোনা যাচ্ছে, ইমরান হাশমি ও আলিয়া ভাট একসঙ্গে কাজ করতে চলেছেন। এর আগেও শোনা গিয়েছিল দু'জনের পর্দাভাগের কথা। এবার এই খবরে সিলমোহর দিলেন অভিনেতা। সম্পর্কে তুতো ভাই-বোন ইমরান ও আলিয়া। এক সাক্ষাৎকারে ইমরান বলেন, "আলিয়া খুব ভাল কাজ করছে। পর্দায় ওর কাজ দেখে চোখ ফেরানো যায় না। ওর সঙ্গে কাজ করার খুব ইচ্ছে আছে। যদি, সেরকম যথাযথ চিত্রনাট্য পাই, অবশ্যই করব।"