সংবাদসংস্থা মুম্বই: বেশ কিছুদিন ধরেই নেটিজেনদের চর্চায় অভিনেত্রী মৌনী রায়। মুম্বইয়ের এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌনী। সেখানে পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়ে তাঁর চেহারার অসঙ্গতি। যেন একেবারে বদলে গিয়েছেন অভিনেত্রী। তাঁর কপালে দুটি উঁচু শিরা দেখা যায় যা আগে কখনও ছিল না। নেটিজেনদের নজর পড়েছে মৌনীর ঠোঁটেও। বদলে গিয়েছে নায়িকার ঠোঁটের গড়ন।
তাঁর এই বদল দেখে নেটিজেনদের অনুমান, তিনি হয়তো কসমেটিক সার্জারি করিয়েছেন। যদিও এর আগে বহুবার সার্জারি করিয়েছেন মৌনী। কিন্তু নেটপাড়ার গুঞ্জন, এবারের সার্জারি মোটেই সফল হয়নি তাঁর। তাই বদলে গিয়েছে তাঁর মুখের গড়ন। কপাল ঢাকতে অভিনেত্রী সম্প্রতি, চুল কেটেছেন নতুন স্টাইলে। যার ফলে কপালের উঁচু শিরা আর চোখে না পড়ছে না। কিন্তু ক্রমাগত নেটিজেনদের মধ্যে বেড়েই চলছে তাঁকে ঘিরে চর্চা। বর্তমানে প্রায় প্রতিদিন কটাক্ষের শিকার হচ্ছেন অভিনেত্রী।
এর মাঝেই উঠে এল মৌনীর এক বিস্ফোরক মন্তব্য। এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, "একবার ঘুরতে গিয়ে ছোট শহরের এক হোটেলে ছিলাম। মাঝরাতে, একজন এসে দরজা খোলার চেষ্টা করে। আওয়াজ পেয়ে ভয় পেয়ে যাই। যদিও আমার সঙ্গে ম্যানেজার ছিল। তাই একটু হলেও সাহস ছিল মনে।"
অভিনেত্রী আরও বলেন, "রিসেপশনে ফোন করি সঙ্গে সঙ্গে। ওঁরা বিষয়টা খুব সহজে নেয়, জানায় রুম সার্ভিসের কেউ এসেছিলেন রাতে। কিন্তু এত রাতে হঠাৎ দরজা খুলে ভিতরে ঢুকতে যাবে কেন? এই প্রশ্ন থেকেই গিয়েছিল। তারপর ভোর হতে তড়িঘড়ি হোটেল থেকে বেরিয়ে আসি।"
প্রসঙ্গত, আগামীতে মৌনীকে দেখা যাবে হরর-কমেডি ছবি 'দ্য ভূতনি'তে। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে থাকবেন সঞ্জয় দত্ত, পালক তিওয়ারি ও সানি সিং।
