আজকাল ওয়েবডেস্ক: প্রতিশোধের লক্ষ্যে এবার ফের কড়া পদক্ষেপের পথে দিল্লি। সূত্রের খবর, কেন্দ্র পাকিস্তানি বিমান সংস্থাগুলির জন্য ভারতীয় আকাশসীমা বন্ধ করার বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছে। পহেলগাঁও হামলার পর ভারতীয় বিমান সংস্থারগুলির জন্য পাকিস্তানি আকাশপথ বন্ধ করে দিয়েছে ইসলামাবাদ।
ভারত নিজেদের আকাশসীমা বন্ধ করলে নিশ্চিৎভাবে বিপাকে পড়বে। পাকিস্তানি বিমান সংস্থাগুলিকে কুয়ালালামপুরের মতো দক্ষিণ-পূর্ব এশীয় গন্তব্যগুলিতে প্রবেশের জন্য চিন বা শ্রীলঙ্কার উপর দিয়ে বিমানগুলিকে নিয়ে বাধ্য করা হবে। এতে সময় যেমন বেশি লাগবে, তেমনই বিমান চলাচলের খরচও বাড়বে।
গত মঙ্গলবার (২২শে এপ্রিল) পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনা ঘটে। জঙ্গিদের গুঁলিতে প্রণা যায় ২৬ জনের। দিল্লি এই হামলার জন্য দায়ী করে ইসলামাবাদের জঙ্গি তোষণ নীতিকে। সরাসরি পাকিস্তানের বিরুদ্ধে কড়া একগুচ্ছ পদক্ষেপ জারি করে। এর পর প্রতিশোধমূলক পদক্ষেপের আশঙ্কায় পাকিস্তানি বিমান সংস্থাগুলি ইতিমধ্যেই ভারতীয় আকাশসীমা এড়িয়ে চলতে শুরু করেছে।
সরকারি আধিকারিকদের একটি সূত্র জানাচ্ছে যে, ভারতীয় বন্দরগুলিতেও পাকিস্তানি জাহাজের উপর নিষেধাজ্ঞা জারির বিবেচনাধীন করা হচ্ছে।
