আজকাল ওয়েবডেস্ক: ইউক্রেনের সঙ্গে ফের যুদ্ধবিরতির কথা ঘোষণা করল রাশিয়া। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন 'মানবিক কারণে' ৮ থেকে ১০ মে পর্যন্ত ইউক্রেনে তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছেন। ক্রেমলিন এ-ও জানিয়েছে, আশা করা যায় ইউক্রেন যুদ্ধবিরতি মেনে চলবে। যুদ্ধবিরতি লঙ্ঘন করা হলে তারাও জবাব দেবে।

ক্রেমলিন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, "রাশিয়া বিশ্বাস করে যে ইউক্রেন এই উদাহরণ অনুসরণ করা উচিত। ইউক্রেনের তরফ থেকে যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা ঘটলে, রাশিয়ার সশস্ত্র বাহিনী পর্যাপ্ত এবং কার্যকর প্রতিক্রিয়া দেবে।"

কয়েকদিন আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের ট্রুথ সোশ্যাল হ্যান্ডলে লিখেছিলেন, "কিভে রাশিয়ার হামলায় আমি খুশি নই। এ সবের প্রয়োজন নেই এবং সময় খুবই খারাপ। ভ্লাদিমির, থামো! সপ্তাহে ৫০০০ সৈন্য মারা যাচ্ছে।" তারপরেই রাশিয়ার এই ঘোষণা। 

৯ মে রাশিয়ার বিজয় দিবসে এই যুদ্ধবিরতি কার্যকর হচ্ছে। যা কি না দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির দিনও। ইউক্রেনের বেসামরিক এলাকায় রাশিয়ার বোমাবর্ষণ অব্যাহত থাকায় ট্রাম্প হতাশা প্রকাশ করার পর থেকেই মস্কো মার্কিন প্রেসিডেন্টের মন ফিরে পাওয়ার চেষ্টা করছে। ট্রাম্প আরও জানিয়েঠেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার সঙ্গে শান্তি চুক্তির জন্য ক্রিমিয়া ছেড়ে দিতেও প্রস্তুত।