সকালে ঘুম ভাঙতেই অনেক পুরুষের অজান্তে ঘটে যাওয়া উত্থানের ফলে বীর্যপাত অনেক সময় বিস্ময় বা অস্বস্তির কারণ হয়। আসলে এটিই “মর্নিং পাওয়ার”—একটি স্বাভাবিক জৈবিক প্রক্রিয়া, যার বৈজ্ঞানিক নাম Nocturnal Penile Tumescence (NPT)। এটি শুধু পুরুষদের মধ্যেই নয়, নারীদের ক্ষেত্রেও ঘুমের সময় যৌনাঙ্গে রক্তসঞ্চার দেখা যায়। নানা তত্ত্ব থাকলেও মূলত এটি শরীরের প্রাকৃতিক রক্ষণাবেক্ষণ ব্যবস্থা, যা যৌনস্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে।
2
9
বৈজ্ঞানিক নাম: ঘুম বা জাগরণের সময় অজান্তে হওয়া উত্থানকে বলা হয় Nocturnal Penile Tumescence (NPT)।
3
9
শৈশব থেকেই শুরু: NPT ভ্রূণ অবস্থাতেই শুরু হয় এবং জীবনভর চলতে থাকে।
4
9
নারীর ক্ষেত্রেও ঘটে: নারীদের ক্ষেত্রেও ঘুমের মধ্যে ক্লিটোরাল রক্তসঞ্চার ঘটে।
5
9
REM ঘুমের সঙ্গে সম্পর্কিত: সাধারণত REM (Rapid Eye Movement) ঘুমে এর প্রবণতা বেশি দেখা যায়।
6
9
নোরএপিনেফ্রিন তত্ত্ব: REM ঘুমে মস্তিষ্কে কিছু নিউরন নিষ্ক্রিয় হয়, যা উত্থানকে সহজ করে।
7
9
নাইট্রিক অক্সাইড তত্ত্ব: রক্তনালী শিথিল ও রক্তপ্রবাহ বাড়ানোর কারণে উত্থান হতে পারে।
8
9
রক্ষণাবেক্ষণের ভূমিকা: এটি “টিস্যু অক্সিজেনেশন” ঘটায়, ফলে পুরুষাঙ্গ সুস্থ থাকে এবং ইরেক্টাইল ডিসফাংশন প্রতিরোধ করে।
9
9
বেডওয়েটিং তত্ত্ব বিতর্কিত: কিছু ধারণা বলে এটি প্রস্রাব আটকে রাখে, তবে বৈজ্ঞানিকভাবে এর সমর্থন দুর্বল।