আজকাল ওয়েবডেস্ক: ঘরে ঢুকে, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো এবং তাঁর স্ত্রীকে অপহরণ, বন্দি করে নিয়ে যায় ট্রাম্পের সেনা। পরে সামনে এসেছে মাদুরোর বন্দি দশার ছবি। অন্যদিকে, ভেনেজুয়েলার উপর মার্কিন হামলার নিন্দা নানা প্রান্তে, এবং বিপুল নিন্দা খোদ আমেরিকার ভিতরেই। তবে এবার আলোচনায় ভেনেজুয়েলার সামরিক ঘাঁটি, মাদুরোর বাসভবন। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, মার্কিন হামলায় ভেঙে গুঁড়িয়ে গিয়েছে ভেনেজুয়েলার সামরিক ঘাঁটি। গুঁড়িয়ে দেওয়া হয়েছে মাদুরোর বাসভবন। উপগ্রহচিত্রে সবটা ধরা পড়েছে বলেই খবর সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে।
ভেনেজুয়েলার ক্ষমতাসীন দলের নেতা, নাহুম ফার্নান্দেজ জানিয়েছেন, মাদুরো এবং তাঁর স্ত্রী ফুয়ের্তে তিউনা সামরিক স্থাপনার মধ্যে তাঁদের বাড়িতেই ছিলেন। সেখান থেকেই তাঁদের ধরে নিয়ে যায় আমেরিকার সেনা। সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, শুক্রবার গভীর রাতে, মার্কিন হামলার সময়, ভেনেজুয়েলার বৃহত্তম সামরিক ঘাঁটি ফুয়ের্তে তিউনা ভেঙে গুঁড়িয়ে দিয়েছে মার্কিন সেনা। স্যাটেলাইট ছবিতে ধরা পড়েছে সেই চিত্র। তথ্য, আকাশ, স্থল এবং সমুদ্রপথে ১৬০ মিনিটের অভিযানের সময়, মার্কিন বাহিনী তিনটি রাজ্য জুড়ে সামরিক এবং বেসামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানে। মাদুরোর ধরা পড়ার পর, উপগ্রহ চিত্রে ফুয়ের্তে তিউনাতে মার্কিন হামলার ফলে, যে বিপুল ক্ষতি হয়েছে, সেই ছবি ধরা পড়েছে। তাতে স্পষ্ট দেখা গিয়েছে আগের এবং পরের চিত্র।
৩ জানুয়ারী ভ্যান্টর কর্তৃক প্রকাশিত বেশকিছু ছবিতে, কারাকাসে ভেনেজুয়েলার বৃহত্তম সামরিক কমপ্লেক্স ফুয়ের্তে তিউনার গুঁড়িয়ে যাওয়ার ছবি দেখা গিয়েছে। ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো লোপেজ বলেছেন, কারাকাসের দক্ষিণে অবস্থিত ভেনেজুয়েলার বৃহত্তম সামরিক কমপ্লেক্স ফুয়ের্তে তিউনা এলাকার আবাসিক এলাকা এবং রাজধানীর আশেপাশের মিরান্ডা, আরাগুয়া এবং লা গুয়াইরা রাজ্যে হামলা হয়েছে। সেইসব এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
এই প্রসঙ্গে উল্লেখ্য, অতর্কিতে ভেনেজুয়েলায় আক্রমণ করে থেমে থাকেনি মার্কিন মুলুক।দেশে, ঘরে ঢুকে, সে দেশের প্রেসিডেন্ট মাদুরো এবং তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে অপহরণ করেছেন মার্কিন বাহিনী। শনিবার রাতে, আপহৃত মাদুরোর ছবি সামনে আসে। রবিবার সকালে জানা গিয়েছে, অপহৃত হওয়ার পর, শান্ত ভাষায় মাদুরো সকলকে 'হ্যাপি নিউ ইয়ার' জানিয়েছেন। রবিবার ভেনেজুয়েলার ঘটনা প্রসঙ্গে দ্বিতীয় বিবৃতি দিয়েছে চীন। জানিয়েছে, অবিলম্বে সস্ত্রীক মাদুরো'র মুক্তির দাবি জানিয়েছে বেজিং।
রবিবার, ভেনেজুয়েলার সাম্প্রতিক ঘটনাবলি সম্পর্কে বিবৃতি দিয়েছে নয়া দিল্লি। তাতে উল্লিখিত, 'ভেনেজুয়েলার সাম্প্রতিক ঘটনাবলী গভীর উদ্বেগের বিষয়। আমরা পরিস্থিতির উপর গভীর নজর রাখছি। ভারত ভেনেজুয়েলার জনগণের সুরক্ষা ও নিরাপত্তার প্রতি তার সমর্থন পুনর্ব্যক্ত করে। আমরা সংশ্লিষ্ট সকলকে আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমস্যাগুলি সমাধানের আহ্বান জানাই, যাতে এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করা যায়। কারাকাসে ভারতীয় দূতাবাস ভারতীয় সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে যোগাযোগ রাখছে এবং সম্ভাব্য সকল সহায়তা প্রদান করবে।'
