আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ছিল, সেই মতোই সপ্তাহের শুরু থেকে ফের হাড় কাঁপানো শীতের কবলে কলকাতা সহ গোটা বাংলা। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১২.৫ ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের তুলনায় প্রায় ১.৭ ডিগ্রি কম। কলকাতা থেকে শুরু করে জেলায় জেলায় বইছে কনকনে ঠান্ডা উত্তরে হাওয়া।
2
8
এখন প্রশ্ন হল, আগামী কয়েক দিনে কেমন থাকবে রাজ্যের আবহাওয়া? আরও নামবে কি তাপমাত্রার পারদ?
3
8
ফের জাঁকিয়ে ঠান্ডা, এক সপ্তাহ কাঁপবে বাংলা: আলিপুর আবহাওয়া দপ্তর আগেই জানিয়েছিল, নতুন সপ্তাহের শুরু থেকেই ফের শীতের দাপট অনুভব করবে রাজ্যেবাসী। সেই মতোই সোমবার থেকেই গোটা বাংলায় জাঁকিয়ে শীত পড়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আজ থেকে শুরু করে আগামী অন্তত এক সপ্তাহ রাজ্যের সর্বত্র প্রবল শীত বজায় থাকার সম্ভাবনা রয়েছে।
4
8
ইতিমধ্যেই উত্তরবঙ্গের কিছু জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। দার্জিলিং পার্বত্য এলাকায় তুষারপাতেরও ইঙ্গিত মিলেছে। মেঘমুক্ত আকাশ এবং উত্তরে হাওয়ার দাপটে উত্তর ও দক্ষিণ, দুই বঙ্গেই শীতের অনুভূতি আরও বাড়ছে।
5
8
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রবিবার থেকেই ঠান্ডার আমেজ বাড়তে শুরু করেছিল। সোমবার সকালেও জেলায় জেলায় অনুভূত হয়েছে তীব্র শীত। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে আরও তাপমাত্রা কমবে।
6
8
উত্তরে হাওয়া জোরদার হওয়ায় চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে। বিশেষ করে রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলি, বীরভূম, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুরে আগামী কয়েক দিন প্রবল ঠান্ডা অনুভূত হবে।
7
8
কলকাতাতেও রেকর্ড ঠান্ডার ইঙ্গিত: সপ্তাহের প্রথম দিনেই কলকাতায় শীতের রমরমা। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কেটে যাওয়ায় উত্তরে হাওয়া বইতে শুরু করেছে শহরে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী কয়েক দিনে কলকাতার তাপমাত্রা আরও কমতে পারে।
সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১.৭ ডিগ্রি কম। আবহাওয়াবিদদের মতে, চলতি সপ্তাহে কলকাতায় শীতের রেকর্ড তৈরি হওয়ারও সম্ভাবনা রয়েছে।
8
8
উত্তরবঙ্গ জুড়ে ইতিমধ্যেই তীব্র ঠান্ডার দাপট। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, চলতি সপ্তাহে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় তাপমাত্রা আরও ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। দার্জিলিং ও কালিম্পং পার্বত্য জেলা ছাড়াও জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তরবঙ্গের একাধিক জেলায় আগামী কয়েক দিন কুয়াশার দাপট থাকবে।