আজকাল ওয়েবডেস্ক: নববর্ষের আগের রাত থেকে নিখোঁজ ছিলেন। শেষে ২৭ বছর বয়সী এক ভারতীয় তরুণীর রক্তাক্ত দেহ উদ্ধার হল তাঁর প্রাক্তন প্রেমিকের অ্যাপার্টমেন্ট থেকে। ঘটনাটি মার্কিন যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের। তরণীর দেহে ছুরি দিয়ে আঘাতের চিহ্ন মিলেছে বলে জানিয়েছে পুলিশ।
হাওয়ার্ড কাউন্টি পুলিশ জানিয়েছে, নিহত তরুণীর নাম নিকিতা গোদিশালা। তিনি এলিকট সিটির একজন ডেটা ও স্ট্র্যাটেজি বিশ্লেষক ছিলেন। নিকিতার মৃতদেহটি তাঁরই প্রাক্তন প্রেমিক ২৬ বছর বয়সী অর্জুন শর্মার মালিকানাধীন একটি অ্যাপার্টমেন্ট থেকে উদ্ধার করা হয়। অর্জিুনই ছিলেন নিকিতার প্রাক্তন প্রেমিক।
তদন্তকারীরা প্রাক্তন প্রেমিকের বিরুদ্ধে প্রথম এবং দ্বিতীয় উভয় স্তরের খুনের অভিযোগে একটি গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। তদন্তকারীদের মতে, অর্জুন শর্মা ২ জানুয়ারি পুলিশের কাছে নিকিতার নিখোঁজ হওয়ার বিষয়ে রিপোর্ট করেন। পুলিশকে অর্জুন জানিয়েছেন যে, তিনি ৩১ ডিসেম্বর মেরিল্যান্ড শহরের তাঁর অ্যাপার্টমেন্টে শেষবার নিকিতা গোদিশালাকে দেখেছিলেন।

৩ জানুয়ারি, গোয়েন্দারা অর্জুনের অ্যাপার্টমেন্টে তল্লাশি চালান। তখনই নিকিতা গোদিশালার দেহ উদ্ধার হয়। দেখা যায়, তরুণীর দেহে একাধিক ছুরি দিয়ে আঘাঘাতের ক্ষত রয়েছে।
হাওয়ার্ড কাউন্টি পুলিশ জানিয়েছে, অর্জুন শর্মা- নিকিতা গোদিশালার নিখোঁজ হওয়ার খবর জানানোর দিনই ভারতগামী একটি ফ্লাইটে আমেরিকা ছেড়ে চলে যান। তদন্তে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে , অর্জুন শর্মা ৩১ ডিসেম্বর সন্ধ্যা সাত'টার পরে তাঁর প্রাক্তন প্রেমিক নিকিতা গোদিশালাকে হত্যা করেছেন।
তদন্ত চলছে, তবে এই মুহূর্তে হত্যার কোনও উদ্দেশ্য জানা যায়নি। হাওয়ার্ড কাউন্টি পুলিশ জানিয়েছে, তারা এখন প্রাক্তন প্রেমিককে খুঁজে বের করতে এবং গ্রেপ্তার করতে ফেডারেল আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সঙ্গে কাজ করছে।
ভারতীয় দূতাবাস নিকিতা গোদিশালার পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছে এবং সব ধরনের সম্ভাব্য কনস্যুলার সহায়তা দেওয়া হচ্ছে। দূতাবাস স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গেও বিষয়টি নিয়ে যোগাযোগ রাখছে।
উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের মধ্যে একটি প্রত্যর্পণ চুক্তি রয়েছে। যা গুরুতর ফৌজদারি মামলায় সহযোগিতার সুযোগ দেয়। যদিও এই ধরনের প্রক্রিয়াগুলোতে সাধারণত আদালতের পর্যালোচনা এবং কূটনৈতিক কারণে বেশ সময়সাপেক্ষ।
