আজকাল ওয়েবডেস্কঃ রাজস্থানের খাটু শ্যাম মন্দিরে পৌঁছতেই আচমকাই অসুস্থ হয়ে গিয়েছিল এক মহিলা। জানা গিয়েছে, অসহ্য পেট ব্যথায় ভুগছিলেন তিনি। সেইকারনেই শৌচালয় যেতে হত তাঁকে। কিন্তু আশেপাশে কোনও ব্যবহারযোগ্য শৌচালয় না থাকায়, তিনি  বিপদে পড়ে যান। 
ওই মহিলার পরিবারও হন্য হয়ে পথ খুঁজতে থাকে। কিন্তু তাঁরা কোনও শৌচালয় যেন খুঁজে পান না। শেষে, মন্দিরের কাছেপিঠে কোনও হোটলে যাওয়ার সিদ্ধান্ত নেন তাঁরা। 
এরপরই একটি হোটেলে গিয়ে ওঠেন তাঁরা। সেখানে শৌচালয় ব্যবহারের পরিবর্তে ওই মহিলার পরিবারের থেকে ৮০০ টাকা দাবি করা হয়। মহিলার শারীরিক অবস্থা দেখেও কোনও ছাড় দেওয়া হয়নি বলে হোটেলের বিরুদ্ধে স্পষ্ট অভিযোগ মহিলার পরিবারের।
পরিবারের আরও অভিযোগ, সেই সময়ে হোটেলের দায়িত্বে থাকা কর্মীর কাছে বিল চাওয়া হলে সেটি না মিটিয়ে, একশো টাকা কম দিতে বলা হয় মহিলার পরিবারকে, এই প্রস্তাব শুনে তাঁরা রেগে লাল হয়ে যান। ইতিমধ্যে এই ঘটনা সমাজমাধ্যমে তুলে ধরেন ওই মহিলার এক আত্মীয়। ইতিমধ্যে পোস্টটি ভাইরাল হয়ে গিয়েছে।