আজকাল ওয়েবডেস্ক: তীব্র গরম থেকে রেহাই পেতে অনেকেই হাওয়া বদল করেন‌। গরমের ছুটিতে ঘুরতে যান কোনও পাহাড়ি এলাকায়। আগামী সপ্তাহে যদি কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা থাকে, তাহলে একনজরে দেখে নিন, কোন রাজ্যে আবহাওয়া কেমন থাকবে। আগামী সপ্তাহে একাধিক রাজ্যে তীব্র তাপপ্রবাহ এবং কয়েকটি রাজ্যে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। 

 

মৌসম ভবন জানিয়েছে, আগামী ২ মে পর্যন্ত পাঞ্জাব, হরিয়ানা, মধ্যপ্রদেশ, রাজস্থানে তীব্র তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে। গতকাল দিল্লির সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৩ ডিগ্রি সেলসিয়াস। গত তিনবছরে এপ্রিল মাসে যা রেকর্ড সর্বোচ্চ তাপমাত্রা। আগামী সাতদিন দিল্লিতে তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে। তবে রবিবার আংশিক মেঘলা আকাশ রয়েছে কয়েকটি এলাকায়। যদিও সোমবার পর্যন্ত তাপমাত্রার কোনও হেরফের হবে না‌। সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে‌। 

 

রবিবার ও সোমবার জম্মুতেও তীব্র গরম অনুভূত হবে। পয়লা মে পর্যন্ত বিহারে, ঝাড়খণ্ড, কেরল, তামিলনাড়ু, পুদুচেরি, কোস্টাল অন্ধ্রপ্রদেশ, গুজরাটে আর্দ্রতাজনিত ভ্যাপসা গরম অনুভূত হবে। 

 

আগামী কয়েকদিনে একাধিক রাজ্যে ঝড়বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। ২৯ ও ৩০ এপ্রিল কেরল ও মাহেতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী ছ'দিন বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টি, ঝড়ের সম্ভাবনা রয়েছে তামিলনাড়ু, কর্ণাটক, তেলেঙ্গানা, পুদুচেরি, অন্ধ্রপ্রদেশে। 

 

৩০ এপ্রিল পর্যন্ত মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিদর্ভ, ছত্তিশগড়ে বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কা রয়েছে। পাশাপাশি বিহার, ওড়িশা, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ডেও এপ্রিলের শেষভাগে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে।