শনিবার মরশুমের প্রথম শৈত্যপ্রবাহ দিল্লিতে। ডিসেম্বরের তৃতীয় সপ্তাহের শেষে কনকনে ঠান্ডার আমেজ। একধাক্কায় বিরাট পারদ পতন। পাশাপাশি ঘন কুয়াশার দাপট শহর জুড়ে।
2
6
আজ দিল্লির সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৬.৯ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের তুলনায় যা ৫.৩ ডিগ্রি সেলসিয়াস কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৬.১ ডিগ্রি সেলসিয়াস।
3
6
ঘন কুয়াশা, বায়ুদূষণের জেরে দৃশ্যমানতা তলানিতে ঠেকেছে দিল্লিতে। দিল্লি বিমানবন্দর সূত্রে জানা গেছে, শনিবার সমস্ত বিমান ওঠানামায় দেরি হয়েছে। পাশাপাশি ১২৯টি বিমান বাতিল হয়েছে আজ।
4
6
অন্যদিকে রেল সূত্রে জানা গেছে, শনিবার ৫০টি দূরপাল্লার ট্রেন কয়েক ঘণ্টা দেরিতে চলাচল করেছে। অধিকাংশ ট্রেন চলাচল ব্যাহত হয়েছে আজ।
5
6
মৌসম ভবন জানিয়েছে, রবিবারেও দিল্লি ও সংলগ্ন এলাকায় ঘন কুয়াশার দাপট জারি থাকবে। ঘন কুয়াশার জন্য কমলা সতর্কতা জারি রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ও ৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে।
6
6
অন্যদিকে শনিবার দিল্লির বাতাসের গুণগত মান আবারও 'গুরুতর' খারাপ পর্যায়ে পৌঁছেছে। আজ বিকেল চারটে নাগাদ বাতাসের গুণগত মান বা একিউআই ছিল ৩৯৮। বিকেল পাঁচটায় তা ৪০০ ছাড়িয়ে যায়।