আজকাল ওয়েবডেস্ক: নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ঝড় তোলেন হার্দিক পাণ্ডিয়া। মাত্র ১৬ বলে ৫০-এ পৌঁছন তিনি। নতুন এক রেকর্ড গড়েন হার্দিক।
যুবরাজ সিংয়ের পর দ্বিতীয় ভারতীয় ব্যাটার হিসেবে টি-২০ ক্রিকেটে দ্রুততম অর্ধশতরান। ২৫ বলে ৬৩ রান করে আউট হন হার্দিক। বৃষ্টির মতো ছক্কা-বর্ষণ হয়েছে হার্দিক পাণ্ডিয়ার ব্যাট থেকে।
ভারতের ইনিংসের ১৩-তম ওভারের দ্বিতীয় বলে
ব্যাট করতে নামেন পাণ্ডিয়া। প্রথম বলেই লং অফ দিয়ে উড়ে যায় বল। ওই ছক্কা গিয়ে আঘাত হানে ক্যামেরাম্যানের কাঁধে।
ভারতের ডাগ আউটের ঠিক পাশেই ছিলেন সেই ক্যামেরাম্যান। তাঁর কাঁধে বল লাগার সঙ্গে সঙ্গেই ভারতীয় দলের ডাগ আউট থেকে এক সাপোর্ট স্টাফ নিয়ে যান আইস প্যাক।
- Hardik Pandya smashed the six
— Tejash (@Tejashyyyyy)
- Ball hit the hard to cameraman
- After the innings, Hardik instantly came to meet him
- Hardik hugged the cameraman
Just look at the cameraman's reaction at the end; it's so priceless. This small gesture from cricketers can make someone's day… pic.twitter.com/stV156Og6KTweet by @Tejashyyyyy
ম্যাচের শেষেও হার্দিক পাণ্ডিয়া সেই ক্যামেরাম্যানের দিকে এগিয়ে যান।
সেই ক্যামেরাম্যানের সঙ্গে আলাদা করে কথা বলেন। আইস প্যাক লাগিয়ে দেন। তাঁকে জড়িয়েও ধরেন।
হার্দিক পাণ্ডিয়ার এই মহানুভবতার ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। পান্ডিয়াকে সেখানে বলতে শোনা গিয়েছে, আমার কেরিয়ারে ওঁকে সব সময়ে দেখেছি। দেখা হলেই হাই বলি। তাই ওর কাঁধে বল লাগার পরে আমি ছুটে গিয়েছিলাম। জানতে চেয়েছিলাম কেমন আছে।
পাণ্ডিয়ার ছক্কায় আক্রান্ত হয়েছিলেন যে ক্যামেরাম্যান, তিনি জানান, সব ঠিক আছে।
