২০২৫-এর নক্ষত্র পতনে শোকাহত বলিউড, না ফেরার দেশে চলে গেলেন কারা?
নিজস্ব সংবাদদাতা
২০ ডিসেম্বর ২০২৫ ১৯ : ৪৩
শেয়ার করুন
1
8
২০২৫ সাল শেষের পথে। প্রতি বছরের মতো বিনোদন জগতে সাফল্য আর আনন্দ থাকলেও, এ বছরটি বলিউডকে অনেকগুলো বড় ধাক্কা দিয়ে গিয়েছে। গত ১২ মাসে রুপালি পর্দার বেশ কয়েকজন উজ্জ্বল নক্ষত্র পাড়ি দিয়েছেন না ফেরার দেশে। কিংবদন্তি অভিনেতা থেকে শুরু করে জনপ্রিয় শিল্পী—যাঁদের মৃত্যুতে চলচ্চিত্র জগতে তৈরি হয়েছে এক বিশাল শূন্যতা।
2
8
ধর্মেন্দ্র: প্রথমেই আসি বলিউডের ‘হি-ম্যান’-এর কথায়। কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র তাঁর ৯০তম জন্মদিনের ঠিক আগে ২৪ নভেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ‘শোলে’ থেকে ‘সীতা অউর গীতা’—অসংখ্য কালজয়ী সিনেমার এই নায়ক না ফেরার দেশে। তাঁর প্রয়াণে চলচ্চিত্র জগতের একটি সোনালী যুগের অবসান ঘটল।
3
8
জুবিন গর্গ: অসমিয়া, বাংলা ও হিন্দি গানের জনপ্রিয় গায়ক জুবিন গর্গ মাত্র ৫২ বছর বয়সে ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে মারা যান। তাঁর অকাল মৃত্যু নিয়ে তৈরি হওয়া রহস্য ভক্তদের মাঝে গভীর শোকের সৃষ্টি করেছে। এখনও চলছে জুবিনের মৃত্যু মামলা।
4
8
মনোজ কুমার: দেশপ্রেমের প্রতীক হিসেবে পরিচিত অভিনেতা মনোজ কুমার ৪ এপ্রিল ৮৭ বছর বয়সে বিদায় নেন। ‘পূর্ব অউর পশ্চিম’ বা ‘ক্রান্তি’র মতো সিনেমার মাধ্যমে তিনি দর্শকের মনে চিরকালীন হয়ে থাকবেন।
5
8
সুলক্ষণা পণ্ডিত: এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী ও গায়িকা সুলক্ষণা পণ্ডিত ৭১ বছর বয়সে ৬ নভেম্বর মারা যান। সত্তর ও আশির দশকের বহু সুপারহিট সিনেমার এই নায়িকা শেষ জীবনে অনেকটাই অন্তরালে ছিলেন।
6
8
সতীশ শাহ: ২৫ অক্টোবর মৃত্যু হয় অভিনেতার। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৪ বছর। 'সারাভাই ভার্সেস সারাভাই'-এর ইন্দ্রবদন সারাভাই-এর চরিত্রে তিনি দর্শকের মন জয় করেছিলেন। এছাড়াও বহু বলিউড ছবিতে তাঁর উপস্থিতি দর্শকের মুখে হাসি ফুটিয়েছিল।
7
8
গোবর্ধন আসরানি: ৮৪ বছর বয়সে ২০ অক্টোবর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আসরানি। তাঁর কেরিয়ারে অসংখ্য ছবি দর্শকের মন জয় করেছে। তাঁর 'কমেডি টাইমিং' আজও চর্চিত।
8
8
শেফালি জারিওয়ালা: মাত্র ৪২ বছর বয়সে গত ২৭ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ‘কাঁটা লাগা’ খ্যাত শেফালি জারিওয়ালা। তাঁর এই আকস্মিক চলে যাওয়া ছিল পুরো বিনোদন জগতের জন্য এক বড় ধাক্কা।