আজকাল ওয়েবডেস্ক: চেন্নাইয়ের চিপকে ইতিহাস রচনা করলেন মহম্মদ সামি। আইপিএলের ইতিহাসে প্রথম বোলার হিসেবে ইনিংসের প্রথম বলে এই নিয়ে চতুর্থবার উইকেট নিলেন বাংলার পেসার। চেন্নাই সুপার কিংসের তরুণ ওপেনার শাইক রশিদকে আউট করেন সামি। তারকা পেসারের অফ স্ট্যাম্পের বাইরের বলে অভিষেক শর্মার হাতে স্লিপে ধরা পড়েন চেন্নাইয়ের ওপেনার। এর আগে তিনবার প্রথম বলে উইকেট নেওয়ার নজির ছিল বাংলার পেসারের। ২০১৪ দুবাই আইপিএলে জ্যাক কালিসকে আউট করেন। ২০২২ ওয়াংখেড়েতে কেএল রাহুলকে ফেরান। ২০২৩ আহমেদাবাদে ফিল সল্টকে আউট করেছিলেন।
টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন প্যাট কামিন্স। ওপেনিংয়ে রেকর্ড চেন্নাইয়ের জুটির। এলিট গ্রুপের সদস্য হলেন শাইক রশিদ এবং আয়ুশ মাত্রে। দু'জন ব্যাটারের বয়সই ২১ বছরের নীচে। এই নিয়ে চতুর্থবার আইপিএলের ইতিহাসে এমন ঘটল। এর আগে এই তালিকায় ছিলেন সঞ্জু স্যামসন-ঋষভ পন্থ, শুভমন গিল-টম ব্যান্টন এবং অভিষেক শর্মা-প্রিয়ম গর্গ। শেষ জুটি দু'বার এই নজির গড়ে। এদিন চেন্নাইয়ের ওপেনিং জুটির মিলিত বয়স ৩৮ বছর ১৩১ দিন। যার ফলে আইপিএলের ইতিহাসে দ্বিতীয় সর্বকনিষ্ঠ ওপেনিং জুটির নজির গড়লেন তাঁরা। এই জুটি একমাত্র যশস্বী জয়েসওয়াল এবং বৈভব সূর্যবংশীর পেছনে। রাজস্থানের ওপেনিং জুটির মিলিত বয়স ৩৭ বছর ১৩৫ দিন। চলতি আইপিএলে জয়পুরে লখনউয়ের বিরুদ্ধে ওপেন করে এই জুটি।
