আজকাল ওয়েবডেস্ক: ‘আমার একটা ক্ষোভ আছে, ভুল বুঝবেন না’, প্লেয়ার সিলেকশন ভালো করতে হবে, প্লেয়ার ভাল না হলে ক্লাব পারফর্ম করতে পারে না। এতে সবথেকে বেশি কষ্ট হয় সমর্থকদের, ওদের খারাপ লাগে’। বৃহস্পতিবার রবীন্দ্রসদনে শতবর্ষে ইস্টবেঙ্গলের বিশেষ তথ্যচিত্র উদ্বোধনে গিয়ে ইস্টবেঙ্গলের খেলা নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
গত কয়েক মরশুম একেবারেই ভাল যায়নি লাল হলুদের। শুধুমাত্র সুপার কাপ ছাড়া আর একটা ট্রফিও আসেনি। আইএসএলে প্রথমে শ্রী সিমেন্ট এবং বর্তমানে ইমামির হাত ধরে টিম বানালে এখনও পর্যন্ত প্রত্যেকবার শেষ করতে হয়েছে নিচের দিকেই। সেই প্রসঙ্গে থেকেই এদিন লাল হলুদের কর্মকর্তাদের বিশেষ পরামর্শ দিলেন মমতা।
তিনি বলেন, ‘আমি নিতুকে বলছিলাম, তোমরা টিমটা ভাল করে করো। আগে থেকে বলতে হবে, আগে থেকে ভাবতে হবে পরের টার্গেট কে হবে। বিয়ের দিনে ডেকরেটরকে বললে কি আর ডেকরেশন বানাতে পারে? আগে বলতে হবে, আগে ভাবতে হবে, পরের টার্গেট কে হবে। এক বছর ভেবে তারপর সিদ্ধান্ত নিতে হবে’।
মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘আমি তো ইমামিকে দোষ দেব না, ইস্টবেঙ্গলের যারা শীর্ষকর্তা রয়েছেন তাদেরও দায়িত্ব নিতে হবে। ইমামি গ্রুপ তো সাহায্য করতে প্রস্তুত। তোমাদের জন্য টাকা খরচ করছে, তাদের তো রেজাল্ট দিতে হবে। তোমরা উপহার হিসেবে জিতে দেখাও। শুধু ভাল টাকা দিয়ে ভাল প্লেয়ার আনাই নয়, বুদ্ধি খরচ করতে হবে’।
এমনকি, এদিন মোহনবাগান এবং ডায়মন্ডহারবার এফসির পারফরম্যান্সের প্রসঙ্গও তুলে আনেন মুখ্যমন্ত্রী। বলেন, ‘ডায়মন্ডহারবারকে দেখুন তো। ক্লাব তৈরি করার কয়েক বছরের মধ্যে কোথায় উঠে গেল। এবার তো চ্যাম্পিয়ন হয়েছে। কীরকম বুদ্ধি খরচ করেছে সেটা তো দেখতে হবে। মোহনবাগান কত ভাল টিম করেছে, দেশের সবাইকে হারিয়েছে। গোয়া, কেরালা সকলেই তো ভাল ফুটবল খেলে। ওরা তো তাদেরও হারিয়েছে, আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে। তাহলে ইস্টবেঙ্গল পারবে না কেন'?
মুখ্যমন্ত্রী বলেন, ‘সেঞ্চুরিতে না পারলে ডাবল সেঞ্চুরিতে কী হবে? প্ল্যান অফ অ্যাকশন বদলাও, ভালো ব্র্যান্ডিং করো, ভালো আইডিয়া আনো, ছোট ছোট ছেলেমেয়েদের তৈরি করো, ওরাই খেলবে’।
