আজকাল ওয়েবডেস্ক: বেশ কিছু দিন ধরেই প্রস্রাব করতে সমস্যা হচ্ছিল বছর ৩৫ এর এক যুবকের। কিন্তু শরীরের ভিতরে যে এই প্রাণী বাসা বেঁধেছে তা স্বপ্নেও ভাবতে পারেননি তিনি। ভাবতে পারেননি চিকিৎসকেরাও। জার্নাল অব ক্লিনিকাল অ্যান্ড ডায়াগনস্টিক রিচার্চ নামের একটি বিজ্ঞান পত্রিকায় প্রকাশিত হয়েছে এমনই এক ঘটনার কথা।

ঠিক কী হয়েছিল ওই রোগীর? চিকিৎসকেরা গবেষণাপত্রে লিখেছেন, মিরাটের বাসিন্দা ওই রোগীর দেহে পাওয়া গিয়েছে ডিক্টোফাইমা রেনালে নামে একপ্রকার কৃমি। চলতি ভাষায় একে কিডনির কৃমিও বলা হয়। খাওয়ার আগে ঠিক মতো রান্না করা না হলে সেই মাছ থেকে এই কৃমি মানবদেহে প্রবেশ করে। কৃমিতে আক্রান্ত হওয়ার পর ওই রোগীর ধুম জ্বর আসে। প্রস্রাব বন্ধ হয়ে যায়। বেড়ে যায় হৃদস্পন্দন।


প্রাথমিক ভাবে চিকিৎসকেরা ভেবেছিলেন কোনও ধরনের ইনফেকশন বা সংক্রমণে আক্রান্ত হয়েছেন যুবক। তাই অ্যান্টিবায়টিক প্রয়োগ করে চিকিৎসা শুরু হয়। লাগানো হয় ক্যাথিটার। দ্বিতীয় দিন হঠাৎ করেই চিকিৎসকেরা দেখতে পান ক্যাথিটারের নল ধরে নেমে আসছে সরু ফিতের মতো এক প্রাণী। শেষ পর্যন্ত যখন পুরোপুরি সেই কৃমি কিলবিল করতে করতে বাইরে আসে, তখন দেখা যায় তার দৈর্ঘ্য প্রায় এক ফুটের কাছাকাছি। এর পর তিন দিন ধরে রোগীর মূত্র পরীক্ষা করা হয়। তবে আর কোনও কৃমি বা কৃমির ডিমের চিহ্ন পাওয়া যায়নি রোগীর দেহে।