আজকাল ওয়েবডেস্ক: রবিবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন বিরাট কোহলি। মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে হারের বদলা নেয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ১৫৮ রান তাড়া করতে নেমে ৭ উইকেটে জেতে। কোনও সমস্যায় পড়তে হয়নি আরসিবিকে। অপরাজিত ৭৩ রান করেন দেবদত্ত পাড়িক্কাল। ৬১ করেন কোহলি। জিতেশ শর্মা জয়সূচক রান করার পর, আগ্রাসী সেলিব্রেশনে পাঞ্জাবের অধিনায়ক শ্রেয়স আইয়ারকে কটাক্ষ করেন বিরাট। দু'জনেই এটাকে মজার ছলে নেয়। কিন্তু এই ঘটনাকে স্বাভাবিকভাবে নেননি আকাশ চোপড়া। প্রশ্ন তোলেন, কোহলিকে কেন শাস্তি দেওয়া হল না? বিসিসিআইয়ের দ্বৈত চেহারা তুলে ধরেন। দিগভেশ রাঠির শাস্তির প্রসঙ্গ টেনে আনেন। 

নোটবুক সেলিব্রেশনের জন্য দু'বার জরিমানা করা হয় লখনউ সুপার জায়ান্টসের তরুণ বোলারকে। কিন্তু কেন কোহলির কোনও শাস্তি হল না, এই প্রশ্ন তোলেন নিজের ইউ টিউব চ্যানেলে। আকাশ চোপড়া বলেন, 'দিগভেশ রাঠি নোটবুক সেলিব্রেশন‌ করেছিল। প্রথমবারই তাঁকে জরিমানা করা হয়। দ্বিতীয়বার আবার শাস্তির কবলে পড়ে। তৃতীয়বার করার আগে ভয় পেয়ে যান। তিনি এত আয় করেন না যে এত টাকা জরিমানা দেবেন। তাই সেলিব্রেশনের ধরন বদলে দেন। পাঞ্জাব ম্যাচের শেষে আমরা বিরাট কোহলির আগ্রাসী সেলিব্রেশন দেখেছি। কিন্তু ওকে কেউ কিছু বলেনি। হুঁশিয়ারি দেওয়া হয়নি। কোনও জরিমানাও হয়নি। কিন্তু রাঠির নোটবুক সেলিব্রেশনের ক্ষেত্রে হয়েছিল।' প্রথমে ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়। দ্বিতীয়বার ৫০ শতাংশ। এই উদাহরণ দিয়ে বোর্ডের দ্বিচারিতা তুলে ধরতে চান প্রাক্তন তারকা।