বছরের শেষদিকেই সুদিন ফিরছে দালাল স্ট্রিটে! সোমবারের বাজার দেখে তেমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল।
2
7
এক কথায়, টানা পতনের পর, এবার বড় দিনের আগে বড় লাফ দালালস্ট্রিটে। সোমবার, সেনসেক্স ৬৩৮ পয়েন্ট বা ০.৭৫% বেড়ে ৮৫,৫৬৭.৪৮ তে থেমেছে।
3
7
নিফটি ৫০ ২০৬ পয়েন্ট বা ০.৭৯% বেড়ে ২৬,১৭২.৪০ তে থেমেছে। মিডক্যাপ নিফটি (১০৯.৩০), ব্যাঙ্ক নিফটির (২৩৪.৮০) সূচকেও বৃদ্ধি লক্ষ করা গিয়েছে এদিন।
4
7
সোলার ইন্ডাস্ট্রিজ, শ্রীরাম ফিনান্সিয়াল, উইপ্রো, কোচিন শিপইয়ার্ড, রেল বিকাশ নিগম, হিন্দুস্থান কপারের বৃদ্ধি লক্ষ করা গিয়েছে সোমবারের বাজারে।
5
7
সোমবার শেয়ারবাজার ঊর্দ্ধমুখী হওয়ার জন্য বেশ কয়েকটি কারণ নিয়ে আলোচনা করছেন বাজার বিশেষজ্ঞরা। টানা পতনের পর, শেয়ার বাজারের ঊর্দ্ধগতি নিয়ে বেশ আশাবাদী বাজার বিশেষজ্ঞরা।