বড়দিনের আগেই জাঁকিয়ে ঠান্ডার আমেজ জেলায় জেলায়। পাশাপাশি ঘন কুয়াশার দাপট। বড়দিনের আবহে তাপমাত্রার পারদ আরও কমতে পারে। ভোরের দিকে আকাশে কুয়াশার দাপট ছিল সোমবার। বেলা বাড়লে তা কিছুটা কমে কয়েক ঘণ্টার জন্য হালকা রোদের দেখা মেলে রাজ্যে।
2
5
দক্ষিণবঙ্গের বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম এবং পশ্চিম বর্ধমান জেলায় বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি কুয়াশা লক্ষ্য করা গিয়েছে। উত্তরবঙ্গের জলপাইগুড়ি, মালদা এবং কোচবিহার জেলাতেও কিছু কিছু এলাকায় কুয়াশা লক্ষ্য করা গিয়েছে।
3
5
রাজ্যজুড়ে আপাতত শুষ্ক আবহাওয়া বিরাজ করবে জানিয়েছে হাওয়া অফিস। আলিপুরের তরফে আপডেটে জানানো হয়েছে, এদিন দক্ষিণবঙ্গের কিছু এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমেছে। তবে বেশির ভাগ এলাকাতেই সর্বনিম্ন তাপমাত্রায় বড় কোনও পরিবর্তন লক্ষ্য করা যায়নি।
4
5
এদিন রাজ্যের কিছু কিছু জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের নিচে নেমে গিয়েছে। অন্যদিকে, উত্তরবঙ্গের কিছু এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়ে গিয়েছে। সোমবার কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ২৪ ডিগ্রি এবং ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।
5
5
রাজ্যের মধ্যে দক্ষিণবঙ্গের বর্ধমানে সর্বনিম্ন তাপমাত্রা ১০.৮° সেলসিয়াস, উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে ৯ ডিগ্রি সেলসিয়াস। পার্বত্য অঞ্চলের মধ্যে পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে সর্বনিম্ন তাপমাত্রা ৪.৮ ডিগ্রি সেলসিয়াস বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।