সংবাদসংস্থা মুম্বই: দক্ষিণী অভিনেতা প্রভাসকে প্রেমিক কিংবা স্বামী হিসাবে পেতে চান তাঁর বহু অনুরাগীরা। কিন্তু তাঁকে আগামী জন্মে ছেলে হিসাবে পেতে চান বলিউডের এই নায়িকা! 

 

 

প্রভাসের আগামী ছবি 'দ্য রাজা সাব'-এ অভিনেতার মায়ের চরিত্রে দেখা যাবে বর্ষীয়ান অভিনেত্রী জারিনা ওয়াহাবকে। এই ছবিতে প্রভাসের সঙ্গে প্রথমবার জুটি বাঁধতে দেখা যাবে অভিনেত্রী মালবিকা মোহননকে। এই জুটিকে প্রথমবার বড়পর্দায় দেখার জন্য উৎসাহিত অনুরাগীরা। ছবির প্রচারে এসে জারিনা জানান, আগামী জন্ম বলে যদি কিছু থেকে থাকে, তবে তিনি তাঁর ছেলে হিসাবে প্রভাসকে চান। 

 

 

অভিনেত্রীর কথায়, "প্রভাসের মতো ভাল মনের মানুষ বড্ড কম দেখেছি। ছবির শুটিংয়ের সময় সব সময় ফ্লোরে থাকত। কখনও ভ্যানিটি ভ্যানে বিশ্রাম নিতে দেখিনি। ওর শিক্ষা, ওর নমনীয়তা আমার মন ছুঁয়ে গিয়েছে। আগামী জন্মে আমি চাই দুটি ছেলে হোক। একজন আমার ছেলে সূরজ পাঞ্চোলিকেই বড়ছেলে হিসাবে চাই। অন্যজন যেন প্রভাস হয়।"

 


প্রসঙ্গত, দক্ষিণী সুপারস্টার প্রভাস-এর বিয়ে নিয়ে বহুবার বহু খবর সামনে এসেছে। তবে সম্প্রতি 'বাহুবলী' তারকার বিয়ে নিয়ে নতুন খবর সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হয়েছে। অনুরাগীরাও এই খবর শুনে বেশ উত্তেজিত বলেই জানা যাচ্ছে। আসলে, কিছুদিন আগেই খবর শোনা যাচ্ছিল যে প্রভাস হায়দ্রাবাদের জনপ্রিয় ব্যবসায়ীর মেয়েকে বিয়ে করছেন। এবার প্রভাসের টিম এই খবরে তাঁদের প্রতিক্রিয়া জানিয়েছেন। তারা এক বিজ্ঞপ্তি প্রকাশ করে বলেছিলেন, 'সবই ভুয়ো খবর এবং সকলের কাছে অনুরোধ, অভিনেতার ব্যক্তিগত জীবন নিয়ে দয়া করে গুজব ছড়াবেন না।'