আজকাল ওয়েবডেস্ক: ইউরোয় ফুল ফুটিয়েছেন তিনি। বার্সেলোনার হয়েও নিজের জাত চেনাচ্ছেন। 

সেই লামিনে ইয়ামাল লরিয়াস স্পোর্টস অ্যাওয়ার্ডে জিতলেন বর্ষসেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার। এর নাম ব্রেক থ্রু অব দ্য ইয়ার।

লরিয়াসের বর্ষসেরা পুরুষ ক্রীড়াবিদ হন সুইডেনের পোল ভল্টার মন্ডো ডুপ্লান্টিস। বর্ষসেরা নারী ক্রীড়াবিদ হয়েছেন আমেরিকান জিমন্যাস্ট সিমোন বাইলস। 

রেকর্ড চতুর্থবারের জন্য বর্ষসেরা ক্রীড়াবিদের খেতাব জিতে ইতিহাস গড়েন বাইলস। অবসর ভেঙে ফিরে আসার পর প্যারিস অলিম্পিকে তিনি জেতেন তিনটি সোনা ও একটি রুপো। 

বর্ষসেরা দল হয়েছে রিয়াল মাদ্রিদ। গত বছর লা লিগা জয়ের পাশাপাশি কার্লো আনচেলোত্তির দল ১৫-তম চ্যাম্পিয়ন্স লিগও জেতে। 

স্পেনের আরেক কিংবদন্তি রাফায়েল নাদাল জেতেন স্পোর্টিং আইকন পুরস্কার।