আজকাল ওয়েবডেস্ক: দোষী সাব্যস্ত করায় দিল্লির এক আদালতের এজলাসেই আসামি ও তাঁর আইনজীবীর হুমকির মুখে পড়লেন মহিলা বিচারক। মহিলা বিচারকের উদ্দেশে আসামি বলেন, "তুই কে রে! বাইরে দেখা কর, দেখি কী ভাবে জ্যান্ত ঘরে ফিরিস।" যা শুনেই অবাক হয়ে যান বিচারক শিবাঙ্গী মঙ্গলা-সহ আদালতে উপস্থিত সকলে।
চেক বাউন্স সংক্রান্ত এক মামলায় গত ২ এপ্রিল অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেছিলেন বিচারক শিবাঙ্গী মঙ্গলা। তাতেই চটে লাল আসামি। আদালতের রায় যে কোনও উপায়ে নিজের পক্ষে আনার জন্য আইনজীবীর উপর চাপ দিতে থাকেন ওই আসামি। ওই সময়েই আদালতের মহিলা বিচারক শিবাঙ্গী মঙ্গলার উদ্দেশে ওই মন্তব্য করেন দোষী সাব্যস্ত হওয়া ব্যক্তি।
আদালতের নির্দেশনামাতেও আসামির ওই কু-মন্তব্যের উল্লেখ করা হয়েছে। নির্দেশনামায় উল্লেখ, রায় নিজের পক্ষে না যাওয়ার পরেই বিচারকের উপর রাগ উগরে দেন অভিযুক্ত। তিনি বিচারককে হেনস্থা করতে শুরু করেন। বিচারকের মায়ের বিরুদ্ধেও হিন্দিতে কিছু মন্তব্য করেন। সেই সময়ে অভিযুক্তের হাতে একটি বস্তু ছিল, সেটি তিনি বিচারকের দিকে ছুড়ে মারার চেষ্টা করেন। শেষে নিজের আইনজীবীর উদ্দেশে অভিযুক্ত যে কোনও উপায়ে রায়কে নিজের পক্ষে আনার জন্য। এর পরে তাঁরা দু’জনেই বিচারককে হেনস্থা করতে শুরু করেন।
নির্দেশনামায় বলা হয়েছে, অভিযুক্ত এবং তাঁর আইনজীবী বিচারককে মানসিক এবং শারীরিক ভাবে হেনস্থার চেষ্টা করেন। অভিযুক্তকে বেকসুর খালাস না-করা হলে বিচারককে জোর করে ইস্তফা দিতে বাধ্য করা হবে, এমনও দাবি করেন তাঁরা। তবে এই পরিস্থিতিতেও নিজের অবস্থানে অনড় থাকেন বিচারক।
এই বিষয়টি জাতীয় মহিলা কমিশনের নজরে আনার সিদ্ধান্ত নিয়েছেন বিচারক। এই আচরণের জন্য অভিযুক্তের আইনজীবী অতুল কুমারকে কারণ দর্শানোর নোটিস পাঠানোরও সিদ্ধান্ত নিয়েছেন বিচারক মঙ্গলা।
