আজকাল ওয়েবডেস্ক: বৃষ্টিভেজা ম্যাচে বড় জয় ছিনিয়ে নেয় পাঞ্জাব কিংস। আবার হার বিরাট কোহলিদের। ঘরের মাঠে টানা তিনবার। যা ক্রমশ চিন্তায় বিষয় হয়ে উঠছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জন্য। এখনও পর্যন্ত চিন্নস্বামী স্টেডিয়ামে সবকটা ম্যাচ হারে আরসিবি। প্রথম ম্যাচ গুজরাট টাইটান্সের কাছে ৮ উইকেটে হারে। পরের ম্যাচে দিল্লি ক্যাপিটালসের কাছে ৬ উইকেটে হার। পাঞ্জাব কিংসের বিরুদ্ধেও জয় অধরা। এখনও পর্যত ঘরের মাঠে ৪৬টি ম্যাচ হেরেছে আরসিবি। আইপিএলের ইতিহাসে এক ভেন্যুতে সবচেয়ে বেশি হার। দিল্লি ক্যাপিটালসকে ছাপিয়ে গেল বেঙ্গালুরু। অরুণ জেটলি স্টেডিয়ামে ৪৫টি ম্যাচ হারে দিল্লি। তারপর রয়েছে কলকাতা নাইট রাইডার্স। ইডেনে ৩৮টি ম্যাচ হারে নাইটরা। ওয়াংখেড়েতে ৩৪টি ম্যাচ হেরেছে মুম্বই। পঞ্চম স্থানে রয়েছে পাঞ্জাব কিংস। মোহালিতে ৩০টি ম্যাচে হারে পাঞ্জাব। 

শুক্রবার বৃষ্টির জন্য খেলা শুরু হতে দেরী হওয়ায় ম্যাচ ১৪ ওভারে কমিয়ে আনা হয়। প্রথমে ব্যাট করতে নেমে সমস্যায় পড়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কিন্তু দলকে খাদের কিনারা থেকে ফেরান টিম ডেভিড। কাউন্টার অ্যাটাকিং ক্রিকেটে ২৬ বলে ৫০ রানে অপরাজিত থাকেন। তাঁর ব্যাটে ভর করে নির্ধারিত ওভারের শেষে ৯৫ রান তোলে আরসিবি। নিয়মিত উইকেট তুলে নিয়ে বেঙ্গালুরুর রান আয়ত্তের মধ্যে রাখে পাঞ্জাবের বোলাররা। জবাবে প্রথম থেকেই ম্যাচ হাতের মুঠোয় রাখে পাঞ্জাব। ১১ বল বাকি থাকতে দলকে জয়ে পৌঁছে দেন নেহাল ওয়াদেরা।