আজকাল ওয়েবডেস্ক: ঘরের মাঠে প্রথম জয়ের খোঁজে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। চিন্নস্বামী স্টেডিয়ামে পাঞ্জাব কিংসের মুখোমুখি রজত পাটিদারের দল। ওপেনিংয়ে বিরাট কোহলি এবং ফিল সল্টের ফর্ম আরসিবির কাছে সবচেয়ে বড় পাওনা। ছয় ম্যাচে আট পয়েন্ট নিয়ে তিন নম্বরে বেঙ্গালুরু। এক ধাপ নীচে চারে পাঞ্জাব। তবে দুই দলের মধ্যে পার্থক্য শুধুমাত্র রানরেট। দুই দলেই পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। ১৬ রানে নাইটদের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয়ের পর আত্মবিশ্বাস তুঙ্গে পাঞ্জাবের। অন্যদিকে ঘরের মাঠে হারের হ্যাটট্রিক বাঁচানোর লড়াই বেঙ্গালুরুর। 

বিরাট কোহলির সামনে আরও একটি রেকর্ডের হাতছানি। টি-২০ ক্রিকেটে বেঙ্গালুরুতে ৩৪৮৫ রান তারকা ক্রিকেটারের। আর ১৫ রান করলেই প্রথম প্লেয়ার হিসেবে ক্রিকেটের এই ফরম্যাটে একটি নির্দিষ্ট ভেন্যুতে ৩৫০০ রান করার নজির গড়বেন। এছাড়াও থাকছে রোহিতকে ছাপিয়ে যাওয়ার সুযোগ। আইপিএলের ইতিহাসে হিটম্যানকে টপকে দ্বিতীয় সর্বোচ্চ ছক্কা হাঁকানোর নজির গড়বেন। আইপিএলে এখনও পর্যন্ত ২৮২টি ছয় মারেন বিরাট। রোহিতকে পেরোতে এদিন আর মাত্র দুটো ছয় প্রয়োজন তাঁর। ৩৫৭ টি ছয় মেরে একনম্বরে ক্রিস গেইল।