আজকাল ওয়েবডেস্কঃ জামাকাপড়ের দোকানে কাজ করতেন এক তরুণী। টানা এক সপ্তাহ কাজ করার পর ছুটি পান তিনি। কিন্তু আচমকাই দোকানের ম্যানেজার তাঁকে ফোন করে কাজে আসতে বলেন। অন্য কাজ থাকায় তরুণী আসতে পারবেন না বলে স্পষ্ট জানিয়ে দেন। এরপর দিন গড়িয়ে রাত হতেই ম্যানেজার তাঁকে ঘিরে একটি মন্তব্য পোস্ট করেন। যা ওই তরুণীকে ইঙ্গিত করা হয়েছে বলে মনে করেন তিনি। তরুণীও চুপ করে বসে থাকেননি, পাল্টা জবাব দেন তিনিও।
গোটা ঘটনা জানিয়ে সমাজমাধ্যমে পোস্টও করেন তিনি,যে দোকানে তরুণী কর্মরত ছিলেন, সেই দোকানে মোট ছয় জন কর্মী ছিল। তাঁর মধ্যে তিন জনকেই ছাঁটাই করে দেওয়া হয়েছে। দোকানে এখন মাত্র তিন জন কর্মী রয়েছে। ফলে অতিরিক্ত কাজের চাপ চলে এসেছে তাঁদের ঘাড়ে।
ছুটির দিনেও ম্যানেজার তাঁকে কাজে আসতে বলে মেজেস দেন। ওই তরুণী তখন সাফ জানিয়ে দেন, ছুটির দিনে অন্যন্য কাজ থাকয় তিনি আসতে পারবেন না। একথা ভাল লাগেনি ম্যনেজারের। পররে দিন তরুণী অফিস পৌঁছাতেই ম্যানেজার তাঁকে হাজার কথা শোনান। তরুণী আরও জানান, ঘটনার দিন রাতে তরুণীকে ইঙ্গিত করে ম্যানেজার সমাজমাধ্যমে পোস্ট করেন, ‘যে কিছু মানুষ শুধুমাত্র নিজের কথা চিন্তা করেন’। পরের দিন অফিস থেকে ফিরে ওই তরুণীও ম্যানেজারের পোস্টের পাল্টা জাবাব দিয়ে লেখেন, পারিশ্রমিকের চেয়ে অতিরিক্ত কাজ করতে পারবেন না তিনি।
ইতিমধ্যেই এই ঘটনাটি ভাইরাল হয়ে গিয়েছে। কমেন্টে নেটিজেনরা তাঁদের মতামত জানিয়েছেন।
