আজকাল ওয়েবডেস্ক: চলন্ত গাড়ির ডিকি থেকে ঝুলছে নিথর হাত! একনজরে দেখে আঁতকে ওঠেন পথচারীরা। আশেপাশের গাড়ির, বাইকের চালকরাও চমকে যান। আতঙ্ক ছড়াতেই পুলিশ তদন্তে নামে। সত্যিটা জানার পর সকলের মাথায় হাত। মজার ছলে ভিডিও বানানোর জেরে চারজনকে আটক করেছে পুলিশ। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে নভি মুম্বইয়ে। পুলিশ জানিয়েছে, সোমবার সন্ধ্যায় ভাশিতে ওই গাড়ির ভিডিওটি শুট করা হয়। যেটি পরবর্তীতে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। গাড়ির নম্বর দেখে চারজনকে আটক করে পুলিশ। জেরায় সকলেই জানান, কেন এমন মজার ভিডিও শুট করেছেন। 

ভিডিওতে দেখা গেছে, চলন্ত সাদা গাড়ির ডিকি থেকে একটি হাত ঝুলছে। যা দেখেই পথচারীদের মনে হয়, এটা হয়তো কোনও মৃতদেহের হাত। খুন করে কাউকে হয়তো পাচার করা হচ্ছে। ওই গাড়ির পিছনে থাকা এক গাড়ির চালক ভিডিওটি তোলেন। তিনিই ছড়িয়ে দেন সমাজমাধ্যমে। রাস্তায় আতঙ্ক ছড়াতেই তদন্তে নামে পুলিশ। দু'ঘণ্টার মধ্যে ঘাটকোপার থেকে গাড়িটি আটক করে। 

এই ঘটনায় গাড়ির চালক এবং ওই গাড়ির মধ্যে থাকা তিনজনকে আটক করেছে পুলিশ। জেরায় তাঁরা জানিয়েছেন, মজার ছলে একটি নকল হাত গাড়ির বাইরে বের করে রাখা ছিল। একটি ল্যাপটপের দোকানের বিজ্ঞাপনের জন্য ভিডিওটি তোলা হয় সেভাবেই। ল্যাপটপের দোকানটি মুম্বইয়েই। ব্যবসার প্রচারের জন্য এই কাণ্ড ঘটানো হয়।