আজকাল ওয়েবডেস্ক : লিট্টি চোখার স্বাদে আত্মহারা ভারত এবং ভুটানের দায়িত্বে থাকা জাপানের রাষ্ট্রদূত কেইচি ওনো। সম্প্রতি লিট্টি চোখা চেকে দেখেছেন তিনি। এর স্বাদেই যেন তাঁর মেজাজ ফুরফুরে হয়ে গিয়েছে। 
 
 সোমবার পোস্ট করে লিট্টি চোখার স্বাদের বিবরণ দিয়েছেন তিনি। পোস্টে তিনি বিহারবাসীদের নমস্কার জানিয়ে লেখেন, চোখার স্বাদ অসাধারণ! একইসঙ্গে তিনি জানান অবশেষে এই প্রথম তাঁর কাছে লিট্টি চোখা চেকে দেখার সুযোগ এসেছে। 
 
 ছবিতে তাঁকে চামচ মুখে লিত্থি চোখা খেতে দেখা গিয়েছে। এর স্বাদই যেন তাঁর মন ছুয়ে নিয়েছিল। তা রাষ্ট্রদূতের চোখ মুখে স্পষ্ট প্রকাশ পাচ্ছিল।
 
 তাঁর এই ছবি সামাজিক মাধ্যমে নিমেষে ছড়িয়ে পড়েছে। যা নজর কেড়েছে নেটনাগরিকদের। রাষ্ট্রদূতের পোস্টে বহুমানুষ লাইক-কমেন্ট করেছেন। 
 
 কমেন্টে একব্যক্তি তাঁকে ভারতের বাকি রাজ্যের খাবার গুলি চেকে দেখার পরামর্শ দিয়েছেন। রাষ্ট্রদূতকে  বিশেষ করে নানা রকমের মিষ্টি চেকে দেখতে বলেছেন ওই ব্যক্তি। আরও এক ব্যক্তি তাঁকে মহারাষ্ট্রে আসার আমন্ত্রণ জানিয়ে লিখেছেন, ''আপনি যদি খাদ্যপ্রেমী হন, তাহলে ভারতের বিকল্পে অন্য কোনও জায়গা নেই।''
