আজকাল ওয়েবডেস্ক: অনেকেই আমরা রোজ ট্রেনে চেপে যাতায়াত করি। তাদের মধ্যে আবার অনেকে দূরপাল্লার ট্রেনে চলাচল করি।
ট্রেনের বগির গায়ে লেখা থাকে এইচ ওয়ান। তবে কেন এই লেখাটি থাকে সেটি কিন্তু অনেকেই জানেন না। এটি লেখা থাকে ট্রেনের প্যাসেঞ্জার কোচ কটি রয়েছে সেটি জানার জন্য এটি বেশ কয়েকটি ট্রেনে বারবার লেখা থাকে। তার মানে হল সেখানে প্রচুর যাত্রীবাহী কোচ রয়েছে।
ভারতীয় রেলে নানা ধরণের কোচ থাকে। সেখানে নানা ধরণের ভাগ থাকে। প্রতিটি কোচকে আলাদা করে বোঝানোর জন্য এই ধরণের নম্বরটি লেখা থাকে।
এইচ ওয়ান বোর্ড লেখা থাকার একটি বিশেষ কারণ থাকে। এর প্রকৃত মানে হল এটি ফার্স্ট ক্লাস এসি কোচ। যে কোচের টিকিটের দাম সবথেকে বেশি থাকে। ভারতীয় রেল নিজের বোঝার জন্য এই কাজটি করেছে।
এইচ ওয়ান কোচে যাত্রীরা নিজেদের জন্য আলাদা কেবিন পেয়ে থাকেন। সমস্ত ধরণের সুবিধা থাকে এই কোচে। এখানে থাকে মোট ৪ টি কেবিন। তার মধ্যে অর্ধেক থাকে ২ টি করে কেবিন যেখানে যাত্রীরা থাকতে পারেন। এই কেবিনগুলি ভিতর দিক থেকে বন্ধ করা যায়। ফলে আপনি এখানে অনেক বেশি নিরাপত্তা এবং প্রাইভেসি বজায় রাখতে পারেন।
ভারতীয় রেল প্রথম দিন থেকেই যাত্রীদের জন্য নানা ধরণের সুবিধা দিয়ে থাকে। কাছের হোক বা দূরের যেকোনও ধরণের ট্রেনে যাত্রীরা যাতে অনায়াসে যেতে পারেন সেজন্য তারা আগে থেকেই ব্যবস্থা করে রাখেন। দূরের ট্রেনগুলিতে যাতে বাড়তি সুবিধা থাকে সেজন্য এই ধরণের কাজও করা হয়ে থাকে।
