নিজস্ব সংবাদদাতা: শীত মানেই উৎসবের মরশুম। আর উদযাপনের পার্বণের মধ্যেই বিপদের মুখে পড়লেন সংগীতশিল্পী পৌষালী বন্দোপাধ্যায়। ২২ ডিসেম্বর, ২০২৩, সকালে অনুষ্ঠানের উদ্দেশ্যে নিজের টিম নিয়ে বেথুয়াডহরির দিকে রওনা হয়েছিলেন শিল্পী। নাকাশিপাড়ার কাছে একটি গাড়ি তীব্র গতিতে এসে তাঁর মিউজিশিয়ানদের গাড়িতে ধাক্কা মারে। এই ঘটনায় পৌষালী ও তাঁর টিমের তেমন কোনও চোট লাগেনি বলে জানা গিয়েছে।
সোশ্যাল মিডিয়ায় দুর্ঘটনাগ্রস্ত গাড়ির ছবি পোস্ট করার পর থেকেই উদ্বিগ্ন হয়ে ওঠেন শিল্পীর অনুরাগীরা। সকলেই তাঁকে নিয়ে চিন্তা প্রকাশ করেন পোস্টের কমেন্টবক্সে।
"সারেগামাপা"-এর মঞ্চ থেকে শিল্পীর যাত্রা শুরু। সেই সময় শিলাজিতের সঙ্গে তাঁর "পিন্দারে পলাশের বন" গানটি ভাইরাল হয়েছিল। তারপর থেকে আর ফিরে তাকাতে হয়নি শিল্পীকে। জনপ্রিয়তা পেয়েছেন। ভালবাসাও। তাঁর মাটির গানে যেন প্রাণ কাঁদে শ্রোতাদের। আর সেই টানেই তো শিল্পীকে নিয়ে এতটা উদ্বেগ অনুরাগীদের।
তবে এত কিছুর পরেও অনুষ্ঠান বাতিল করেননি তিনি। মিউজিশিয়ানদের নিয়ে নির্দিষ্ট সময়েই হাজির হয়েছেন মঞ্চে। দর্শকদের মনোরঞ্জনই শিল্পীর প্রধান দায়িত্ব। এমনটাই মনে করেন পৌষালী।
সোশ্যাল মিডিয়ায় দুর্ঘটনাগ্রস্ত গাড়ির ছবি পোস্ট করার পর থেকেই উদ্বিগ্ন হয়ে ওঠেন শিল্পীর অনুরাগীরা। সকলেই তাঁকে নিয়ে চিন্তা প্রকাশ করেন পোস্টের কমেন্টবক্সে।
"সারেগামাপা"-এর মঞ্চ থেকে শিল্পীর যাত্রা শুরু। সেই সময় শিলাজিতের সঙ্গে তাঁর "পিন্দারে পলাশের বন" গানটি ভাইরাল হয়েছিল। তারপর থেকে আর ফিরে তাকাতে হয়নি শিল্পীকে। জনপ্রিয়তা পেয়েছেন। ভালবাসাও। তাঁর মাটির গানে যেন প্রাণ কাঁদে শ্রোতাদের। আর সেই টানেই তো শিল্পীকে নিয়ে এতটা উদ্বেগ অনুরাগীদের।
তবে এত কিছুর পরেও অনুষ্ঠান বাতিল করেননি তিনি। মিউজিশিয়ানদের নিয়ে নির্দিষ্ট সময়েই হাজির হয়েছেন মঞ্চে। দর্শকদের মনোরঞ্জনই শিল্পীর প্রধান দায়িত্ব। এমনটাই মনে করেন পৌষালী।
