আজকাল ওয়েবডেস্ক:‌ ইতিমধ্যেই চোটের জন্য একাধিক ক্রিকেটার আইপিএল থেকে ছিটকে গিয়েছেন। যেমন চেন্নাই সুপার কিংস অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়। তাঁর জায়গায় ১৭ বছরের আয়ূষ মাত্রেকে দলে নিয়েছে চেন্নাই সুপার কিংস। এদিকে চোটের জন্য ছিটকে গিয়েছেন সানরাইজার্সের স্পিনার অ্যাডাম জাম্পা। তাঁর জায়গায় স্মরণ রবিচন্দ্রনকে দলে নিয়েছে হায়দরাবাদ।


বেঙ্গালুরুর ক্রিকেটার রবিচন্দ্রন এখনও অবধি মাত্র ৭টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন। খেলেছেন ১০টি লিস্ট এ ম্যাচ ও ছ’‌টি টি২০। রান করেছেন ১১০০–র বেশি।
মাত্র ৩০ লক্ষ টাকায় হায়দরাবাদে যোগ দিলেন ২১ বছরের এই বাঁহাতি ব্যাটার। বড় শট মারতে পারেন। ঘরোয়া ক্রিকেট খেলেন কর্নাটকের হয়ে। বিজয় হাজারে ট্রফিতে এবার করেছেন ৫১৬ রান। 


লিগে এবার অবস্থা মোটেও ভাল নয় হায়দরাবাদের। গতবারের রানার্সরা এবার ৬ ম্যাচ খেলে জিতেছে মাত্র দুটিতে। ১০ দলের লিগে রয়েছে নয় নম্বরে। বৃহস্পতিবার হায়দরাবাদ ওয়াংখেড়েতে খেলবে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে।