আজকাল ওয়েবডেস্ক: মেয়েদের আইপিএলে নতুন রেকর্ড। এলসি পেরিকে টপকে উইমেন্স প্রিমিয়ার লিগের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী হলেন মেগ ল্যানিং। শনিবার ডিওয়াই পাতিল স্টেডিয়ামে গুজরাট জায়ান্টসের বিরুদ্ধে ম্যাচে এই রেকর্ড করেন ইউপি ওয়ারিয়ার্সের অধিনায়ক। হাই স্কোরিং ম্যাচে ১০ রানে জেতে গুজরাট জায়ান্টস। ৪০ বলে আগ্রাসী ৭৮ রান করেন ফোবে লিচফিল্ড। ম্যাচে পেরির ৯৭২ রান পেরিয়ে যান ল্যানিং। এদিন ২৭ বলে ৩০ রান করেন ইউপির অধিনায়ক। বর্তমানে তাঁর সংগ্রহ ৯৮১ রান। ন্যাট স্কাইভার ব্রান্টের থেকে মাত্র ৫০ রান পিছিয়ে। মুম্বই ইন্ডিয়ান্সের অলরাউন্ডারের রান ১০৩১। মেয়েদের আইপিএলে একমাত্র প্লেয়ার হিসেবে ১০০০ রানের গণ্ডি পার করেন স্কাইভার ব্রান্ট।
গতবছর মেয়েদের আইপিএলে হাজার রানের গণ্ডি পার করেন তিনি। প্রথম ক্রিকেটার হিসেবে আইপিএলের একটি পর্বে ৫০০ রান করেন। মুম্বই ইন্ডিয়ান্সের খেতাব জয়ের বছর এই নজির গড়েন। তার আগে এই নজির ছিল এলসি পেরির। ২০২৪ সালে এক মরশুমে ৩৪৭ রান করেন। সেই বছর চ্যাম্পিয়ন হয় আরসিবি। চলতি বছর উইমেন্স প্রিমিয়ার লিগে শীর্ষস্থান দখলের লড়াই ল্যানিং এবং স্কাইভার ব্রান্টের মধ্যে। টুর্নামেন্টে ধারাবাহিকতার দিক থেকে এগিয়ে মেগ। প্রথম তিন আইপিএলে দিল্লি ক্যাপিটালসে ছিলেন। ২৭ ম্যাচে ৯৫২ রান করেন। প্রত্যেকবার দিল্লিকে ফাইনালে উঠতে সাহায্য করেন। এবারের ডব্লুপিএলের আগে তাঁকে ছেড়ে দেয় দিল্লি। তাঁকে নেয় ইউপি ওয়ারিয়র্স। একইসঙ্গে অধিনায়ক ঘোষণা করে।
তৃতীয় আইপিএলে বেঙ্গালুরুর হয়ে ৯৭২ রানে শেষ করেন পেরি। ২০২৪ সালে আইপিএল জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। তাঁকে আরসিবি রেখে দিলেও, ব্যক্তিগত কারণ দেখিয়ে এবারের উইমেন্স প্রিমিয়ার লিগ থেকে নাম প্রত্যাহার করেন। ৯ জানুয়ারি শুরু হয়েছে এবারের মেয়েদের আইপিএল। শেষ হবে ৫ ফেব্রুয়ারি। ফাইনাল বরোদার কোটাম্বি স্টেডিয়ামে।
