আজকাল ওয়েবডেস্ক: ভারত-নিউজিল্যান্ড সিরিজ শুরুর আগে ধাক্কা ভারতীয় শিবিরে। অনুশীলনে চোট পেলেন ঋষভ পন্থ। রবিবার বরোদায় শুরু তিন ম্যাচের একদিনের সিরিজ। নেট প্র্যাকটিসে আচমকা চোট পান পন্থ। মাঠেই তাঁর শুশ্রূষা হয়। ভারতীয় দলের থ্রো ডাউন স্পেশালিস্টের বিরুদ্ধে ব্যাট করার সময় কোমরের ঠিক ওপরে চোট পান ঋষভ। ব্যথায় কাতরাতে থাকেন। হেড কোচ গৌতম গম্ভীর সহ দলের বাকি সাপোর্ট স্টাফরা শুশ্রূষার ব্যবস্থা করে। প্রাথমিক চিকিৎসার পর মাঠ ছাড়েন পন্থ।
সিরিজ শুরুর আগে প্র্যাকটিস সেশনে বিভিন্ন খণ্ডচিত্র দেখা গেল। রোহিত শর্মা নেটের বাইরে অপেক্ষা করছিলেন। তখন ব্যাটিং প্র্যাকটিস করছিলেন মহম্মদ সিরাজ। কিন্তু একটিও বল ব্যাটে লাগাতে পারছিলেন না। সেটা দেখে ভারতীয় পেসারকে কিছু ব্যাটিং টিপস দেন হিটম্যান। শনিবার বরোদায় ঐচ্ছিক ট্রেনিং সেশন ছিল। কিন্তু উপস্থিত ছিলেন দলের অধিকাংশ ক্রিকেটার। নেটে শুধু ব্যাট করেন রোহিত। শুভমন গিলকে বেশ কিছুক্ষণ নির্বাচক প্রধান অজিত আগরকরের সঙ্গে আলোচনা করতে দেখা যায়।
চোট সারিয়ে দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরছেন শ্রেয়স আইয়ার। নেটে বেশ কিছুক্ষণ সময় কাটাতে দেখা যায় তাঁকে। কেএল রাহুলের সঙ্গে জুটি বেঁধে ব্যাট করেন। ঋষভ পন্থ এবং রবীন্দ্র জাদেজাও নেটে বেশ কিছুক্ষণ সময় কাটান। শ্রেয়স, পন্থ এবং সিরাজ রাজ্যের হয়ে বিজয় হাজারে ট্রফিতে খেলছিলেন। ৮ জানুয়ারি শেষবার ঘরোয়া ক্রিকেটে দেখা যায় ত্রয়ীকে। অর্থাৎ, সবাই খেলার মধ্যেই আছেন। অন্যদিকে নিউজিল্যান্ড দলে একাধিক তারকা নেই। এই তালিকায় রয়েছেন মিচেল স্ট্যান্টনার, টম লাথাম, কেন উইলিয়ামসন, রচিন রবীন্দ্র এবং জেকব ডাফি। যার ফলে বেশ কয়েকজন নতুন মুখ রয়েছে। রবিবার বরোদা ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টিম ইন্ডিয়ার প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে। ১৪ জানুয়ারি রাজকোটে দ্বিতীয় একদিনের ম্যাচ। ১৮ জানুয়ারি তৃতীয় ম্যাচ ইন্দোরে। গতবছর ভারতে এসে টেস্ট সিরিজ জিতলেও, সাদা বলের ক্রিকেটে টিম ইন্ডিয়াকে ঘরের মাঠে হারানো সহজ হবে না কিউয়িদের।
