রবিবার ২৭ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
Rahul Majumder | | Editor: Syamasri Saha ১৫ এপ্রিল ২০২৫ ১০ : ০২Rahul Majumder
নিজস্ব সংবাদদাতা: দীর্ঘ বিরতির পর বড়পর্দায় কামব্যাক করছেন শতাব্দী রায়। মৈনাক ভৌমিকের নতুন ছবিতে অন্যতম মুখ্যচরিত্রে দেখা যাবে তাঁকে। সেখানে আরও একটি গুরুত্বপূর্ণ মহিলা চরিত্রে দেখা যাবে ঋতাভরী চক্রবর্তীকে। এ ছবিতে তাঁরা থাকবেন বৌদি ও ননদের ভূমিকায়। তবে জানেন কি, এ ছবি হতে চলেছে গা ছমছমে ভয়ের? অর্থাৎ সহজ কথায় ভূতের ছবি!
ছবির নাম ‘বাৎসরিক’। বাংলা নববর্ষের প্রথম দিনেই মুক্তি পেল ‘বাৎসরিক’-এর প্রথম পোস্টার। আর সেই পোস্টারে গা ছমছমে আলতো শিরশিরানির সঙ্গে উঁকি দিচ্ছে রহস্য। খানিক আতঙ্ক-ও। ছবিতে দেখা যাচ্ছে, একটি টেবিলের উপর দাঁড় করানো কাচের ফটো ফ্রেম। তাতে রজনীগন্ধার মালা জড়ানো। মৃত ব্যক্তিদের ছবিতে যেমন থাকে। সামনে রাখা ধূপদানিতে রাখা একগুচ্ছ জ্বলন্ত ধূপকাঠি থেকে পাক খেয়ে উপরে উঠছে ধোঁয়া। ধূপদানির সামনে রাখা রয়েছে সাদা কাগজ এবং একটি পেন। ওদিকে, ফটো ফ্রেমের মধ্যে নেই কোনও ছবি, আর কাচটাও ফাটা! ছবির অন্যপাশে আলগোছে রাখা বেশ কয়েকটি বই। আয়তনে বেশ নধর। তার পাশে দাঁড় করানো একটি প্রদীপদানিতে জ্বলছে নিভু নিভু একটি প্রদীপ। একটু খেয়াল করলেই দেখা যাবে, প্রদীপদানির ঠিক নীচেই জমাট বেঁধে রয়েছে বেশ খানিকটা রক্ত! তাহলে কি এই পোস্টার ইঙ্গিত দিচ্ছে প্ল্যানচেটের? তাই-ই যদি হবে তাহলে টেবিলের উপর চাপ-চাপ রক্ত কেন?
প্রসঙ্গত, নিজের অভিনয়ের কেরিয়ারে ভূতুড়ে ছবি নিয়ে খুব বেশি নাড়াচাড়া করেননি শতাব্দী। ছবির পরিচালকের ক্ষেত্রেও প্রায় একই কথা খাটে। তবে ভূত মানেই কি শুধু গা ছমেছমে ভয়? হিমশীতল আতঙ্ক? মজা-ও থাকতে পারে। মৈনাকের ছবিতে কিন্তু শেষের উপাদানটিও মজুত রয়েছে। এর সঙ্গে খানিক জুড়েছে একেবারে তাঁর ঘরানার রসবোধ। অর্থাৎ নীচু তারে বাঁধা জমাট হাসির বোমা।
সূত্রের খবর, ‘বাৎসরিক’ ছবিতে নাকি প্ল্যানচেট, ভূতে ভর করার একটা বিষয় রয়েছে। আর সেখানেই ভয়ের সঙ্গে হাত ধরাধরি করে লুকিয়ে মজা। অর্থাৎ ‘ভূত’ যদি কোনও ব্যক্তির উপর ‘ভর’ করে এবং সেই ‘ভূতে পাওয়া’ ব্যক্তি যদি অন্য কোনও ব্যক্তিকে মারে কিংবা তার সঙ্গে ঝগড়া করে, তাহলে দিনের শেষে তো আর লড়াইটা ভূতের সঙ্গে হচ্ছে না, হচ্ছে দু’টি মানুষের-ই মধ্যে। অর্থাৎ, একভাবে দেখতে গেলে ‘ভূত’ লড়াই লাগিয়ে দিচ্ছে দু’জন জীবিত ব্যক্তির মধ্যে। তাহলে কি ‘বাৎসরিক’-এ শতাব্দী-ঋতাভরীর ‘লড়াই’ দেখা যাবে? তাঁদের মধ্যে ‘চুলোচুলি’ বাঁধিয়ে দেবে কোনও দুষ্টু ভূত? না কি শতাব্দী এই ছবিতে রয়েছেন ‘ভূত’-এর চরিত্রে?
পরিচালক মৈনাক ভৌমিককে এ বিষয়ে জানতে যোগাযোগ করেছিল আজকাল ডট ইন। প্রশ্ন শুনে অন্য প্রান্ত থেকে ভেসে এল ইঙ্গিতপূর্ণ হাসি। সঙ্গে অল্প কথায় জবাব, “এখনই এসব নিয়ে কিছু বলতে চাইছি না। অল্প রহস্য না হয়ে থাক। তবে এটুকু বলতে পারি, ‘বাৎসরিক’-এ ভূতের ভয় আছে, খানিক মজাও আছে। আবার চুলোচুলি-ও আছে।”
আগামী ৬ জুন বড়পর্দায় মুক্তি পাবে ‘বাৎসরিক’।
নানান খবর

নানান খবর

রাজুদা নয়, হৃতিক-পরোটার গল্প জানেন? লন্ডনে পাকাপাকি সংসার পাতবেন বিরাট-অনুষ্কা! কিন্তু কেন?

'গুরুতর অসুস্থ' নন কাঞ্চন মল্লিক! শনিবার গভীর রাতে সত্যিটা সামনে এনে কী জানালেন শ্রীময়ী?

'ফুলকি'র আসল মা কে? 'আদৃত-শুভ'র সংসারে এবার আগুন লাগাবে 'মোহনা'! আর কোন চমক থাকছে সপ্তাহভর?

Exclusive: মনীষাকে এড়িয়ে চলেন নীলাঙ্কুর! ভাব নেই 'রাঙামতি-একলব্য'র? শুটিং ফ্লোরে ফাঁস গোপন কথা

শেষ হচ্ছে 'দুই শালিক'-এর পথ চলা, কোন মেগার জন্য ইতি টানছে 'আঁখি-ঝিলিক'-এর গল্প?

শেষ মুহূর্তে ‘ওমকারা’ হাতছাড়া হয়েছিল আমির খানের, কোন চরিত্রে প্রত্যাখ্যাত হন 'মি. পারফেকশনিস্ট’?

হাসপাতাল থেকে শুটিং ফ্লোর সামলিয়ে ফের হাসপাতালে কাঞ্চন মল্লিক, কেন দু’বার ভর্তি হতে হল? এখন কেমন আছেন অভিনেতা?

পাহাড়কে সাক্ষী রেখে প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন নির্ঝর মিত্র, কবে বিয়ের পিঁড়িতে বসছেন পরিচালক?

মাত্র ২৪ বছর বয়সেই থামল হৃদস্পন্দন! জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটারের মৃত্যুতে শোকের ছায়া নেটপাড়ায়

প্রথমবার বাংলা ছবিতে গজরাজ রাও! কোন বাঙালি অভিনেত্রীর সঙ্গে পর্দাভাগ করবেন?

বৃদ্ধাশ্রম নয়, বাবা-মা'দের জন্য ক্রেশ গড়ে তুললেন রাখি গুলজার! 'আমার বস'-এর ট্রেলারে ফুটল আর কোন চমক?

অস্ত্র হাতে রাজকুমার, গর্জে উঠছেন প্রসেনজিৎ— আসছে ‘মালিক’!

পেট ভরে মাংস খাওয়ানোর পর প্রযোজককে দিয়ে থালা মাজিয়েছিলেন নানা পাটেকর! জানেন সেই ঘটনা?

ঘোর বিপত্তি 'রাজা শিবাজী'র শুটিং ফ্লোরে! রিতেশের চোখের সামনে নদীতে তলিয়ে গেলেন কোরিওগ্রাফার

এআর রহমানকে সাধারণ বিদ্যুৎকর্মী ভেবে নিয়েছিলেন কাশ্মীরি মেয়েরা! কিন্তু কেন?