শেষের পথে ২০২৫। আর মাত্র কয়েক ঘণ্টা, তারপরই ইংরেজির নতুন বছর শুরু হবে। বছর বিশ্ব ২০২৬ -কে বরণ করার জন্য প্রস্তুত হচ্ছে। অনেকেই এই শেষবেলায় ফিরে দেখছেন ২০২৫ কেমন কাটল সেটা। বাদ গেলেন না করিনা কাপুর খানও। সইফ আলি খানের সঙ্গে একটি ছবি ভাগ করে জানালেন চলতি বছরটা তাঁদের জন্য বেশ 'কঠিন' ছিল।
করিনা কাপুর খান তাঁর পোস্টে লেখেন, 'এখন আমরা বসে পিছু ফিরে দেখছি এবং অনুভব করছি বছরের শেষ পর্যন্ত টিকে গেলাম। আমরা এতটা পথ হেঁটে এলাম। ২০২৫ সালটা আমাদের, আমাদের সন্তান, পরিবার সকলের জন্য বেজায় কঠিন ছিল। কিন্তু আমরা মাথা উঁচু, হেসে, একে অন্যের হাত শক্ত করে ধরে তার মোকাবিলা করেছি, এগিয়ে গিয়েছি।' বেবো এদিন এও লেখেন, 'আমরা অনেক কেঁদেছি। প্রার্থনা করেছি। আর আজ আমরা এখানে। ২০২৫ শিখিয়েছে মানুষ ভীষণই নির্ভীক, শেষ পর্যন্ত জয় ভালবাসার হয়। আর সন্তানরা আমরা যতটা ভাবি তার থেকে অনেক বেশি বুদ্ধিমান সাহসী।'
বলাই বাহুল্য, অভিনেত্রী এদিন তাঁর লেখার মাধ্যমে ২০২৫ সালের প্রথম দিকে সইফ আলি খানের উপর যে হামলা হয়েছিল সেটার কথাই বুঝিয়েছেন ইঙ্গিতে। ২০২৫ সালের জানুয়ারি মাসে এক বাংলাদেশি ব্যক্তি সইফ আলি খানের বাড়িতে ঢুকে পড়েন, এবং ছুরি দিয়ে হামলা করেন অভিনেতাকে। গুরুতর অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেলাই পড়ে। যমে মানুষে টানাটানির পর সুস্থ হয়ে বাড়ি ফেরেন অভিনেতা।
এদিন করিনা কাপুর খান তাঁর অনুরাগী, বন্ধু এবং যাঁরা এই কঠিন সময়ে তাঁদের পাশে দাঁড়িয়েছেন সকলকে ধন্যবাদ জানিয়েছেন। ধন্যবাদ জানিয়েছেন ঈশ্বরকেও। তিনি তাঁর পোস্টের শেষে লেখেন, 'আমরা ২০২৬ সালে পা রাখছি পেটে অনেক খিদে, কৃতজ্ঞতা, ইতিবাচকতা এবং ভালবাসা নিয়ে আমরা সবথেকে বেশি ভাল যেটা পারি সেই সিনেমার জন্য।'
করিনা কাপুর খান এদিন এই পোস্ট করতেই তাঁর দিদি করিশ্মা কাপুর মন্তব্য করেছেন। শাহনাজ হোসেন, ননদ সোহা আলি খান, অমৃতা আরোরা, করণ জোহর, শিবানী আখতার, রিয়া কাপুর, বরখা দত্ত, প্রমুখ মন্তব্য করেছেন।
প্রসঙ্গত করিনা কাপুর খানকে শেষবার ২০২৪ সালে মুক্তি পাওয়া 'সিংঘম এগেন' ছবিতে দেখা গিয়েছিল। সেই বছরই মুক্তি পেয়েছিল তাঁর 'ক্রু' ছবিটিও। দ্বিতীয় ছবিটি বক্স অফিসে ভাল সাড়া পেলেও, 'সিংঘম এগেন' অত ভাল চলেনি বক্স অফিসে। চলতি বছরে অভিনেত্রীর কোনও ছবি মুক্তি পায়নি।
