'পরশুরাম আজকের নায়ক' ধারাবাহিক একের পর এক চমক দেখিয়ে দর্শকদের মন জয় করে নিচ্ছে। পরশুরামের স্ত্রী তটিনী যে কেবল গৃহবধূ নয়, সে অন্য কিছুর সঙ্গে জড়িত সেটার আভাস আগেই পাওয়া গিয়েছে। এবার স্ত্রীর সত্যের মুখোমুখি হবে নায়ক। কিন্তু একই সঙ্গে নতুন বছরে তাদের জীবনে নেমে আসবে কোন বিপর্যয়? 

চ্যানেল কর্তৃপক্ষের তরফে এদিন 'পরশুরাম আজকের নায়ক' ধারাবাহিকের যে নতুন প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে সেখানে দেখা যাচ্ছে নিজের গোটা টিম নিয়ে অ্যাকশন লোকেশনে পৌঁছে গিয়েছে পরশুরাম। তাঁদের সকলের পরনে বিশেষ পোশাক। অ্যাকশনের জন্য প্রস্তুত হয়েই এসেছে তারা। টার্গেটের ফাইনাল লোকেশন স্পট করেই তারা অ্যাকশন শুরু করে দেয়। একটি নির্মীয়মান বাড়িতে ঢুকে পড়ে সকলে। সেখানেই পরশুরামের এক সহকর্মী বলে ওঠে যে এই মিশনে নায়ককে সফল হতে দেবে না সে। 

অন্যদিকে দেখা যায় একটি ঘর কিছু লোক প্ল্যান করছে। কাগজ পত্র খোলা তাদের সামনে। বিপদ টের পেয়ে তারা পালানোর আগেই সেখানে গিয়ে সটান হাজির হয় পরশুরাম আর তার টিম। জানিয়ে দেয় স্পেশ্যাল ব্রাঞ্চ গোটা বাড়িকে ঘিরে নিয়েছে। একদিকে দুষ্কৃতীদের মোকাবিলা করতে যখন পরশুরাম ব্যস্ত তখনই সেই দুষ্কৃতীদের টিমের একজন পালাতে থাকে। তাকে ধাওয়া করে নায়ক। শেষ পর্যন্ত দেখা যায় সেই চক্রের মূল পাণ্ডা আর কেউ নয়, বরং তটিনী। তবে কি তটিনী আদতে কোনও খারাপ দলের সঙ্গে যুক্ত? উত্তর পাওয়ার আগেই দেখা যায় তটিনীকে কেউ গুলি করে দেয় আর সে ছাদ থেকে নিচে পড়ে যায়। এরপর কী ঘটবে সেটাই দেখার। তবে সবটা মিলিয়ে নতুন বছরে পরশুরাম আজকের নায়ক ধারাবাহিক দর্শকদের জন্য বেশ চমক সাজিয়ে রেখেছে সেটা বলাই যায়। 

এই প্রোমো দেখে রীতিমত মুগ্ধ দর্শক। তাঁদের কেউ লিখেছেন, 'ফাটাফাটি প্রোমো। এবার খেলা জমে যাবে।' কেউ আবার প্রশ্ন করেছেন, 'তবে কি তটিনী মরে যাবে?' এক নেটিজেন লেখেন, 'পরশুরাম রকস। বহুদিন পর কূটকাচালির বাইরে বেরিয়ে একটা ঠিকঠাক গল্প দেখানো হচ্ছে।' 

প্রসঙ্গত, বিগত কয়েক সপ্তাহ ধরে, বলা ভাল, যবে থেকে শুরু হয়েছে, প্রায় তবে থেকেই কয়েকটা সপ্তাহ বাদ দিয়ে 'পরশুরাম আজকের নায়ক' টিআরপি টপার হয়ে আসছে। এমনকী গত সপ্তাহেও এই ধারাবাহিক টিআরপি টপার হয়েছে। এখানে মুখ্য ভূমিকায় দেখা যাচ্ছে ইন্দ্রজিৎ বসু এবং তৃণা সাহাকে। তাঁদের প্রথমবার অনস্ক্রিন রসায়নে মুগ্ধ বাংলার দর্শক। এই ধারাবাহিকটি রোজ রাত আটটা থেকে দেখা যায়। তবে স্বামী স্ত্রীর মুখোমুখি হওয়ার এই বিশেষ পর্ব দেখানো হবে ২৯ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত।