আজকাল ওয়েবডেস্ক: হুইলচেয়ারে ঘুরছেন রাহুল দ্রাবিড়। এই দৃশ্য হৃদয়ের দরজায় কড়া নেড়ে যাচ্ছে ক্রিকেটভক্তদের। 

সোশ্যাল মিডিয়ায় চলছে চর্চা। সহানুভূতিশীল সবাই। রাহুল দ্রাবিড় এমন এক প্রজন্মের প্রতিভূ, যে প্রজন্মের প্রতি এখনও শ্রদ্ধাশীল দেশের ক্রিকেট। 

রাজস্থান রয়্যালসের কোচ রাহুল দ্রাবিড়। তাঁর কোচিংয়ে রাজস্থান দু' ম্যাচ হেরে গেল। ভক্তরা তাতে দুঃখিত। কিন্তু ভারতীয় ক্রিকেটের 'দ্য ওয়াল'-এর বাঁ পায়ে 'কাস্ট' বাঁধা। তিনি হুইলচেয়ারের আশ্রয়ে ঘুরে বেড়াচ্ছেন মাঠে। কখনও হেটমায়ারকে পরামর্শ দিচ্ছেন, কখনও চিন্তান্বিত দেখাচ্ছে তাঁকে। ক্রাচ ছাড়া হাঁটতেই পারছেন না  তিনি।  

 

?ref_src=twsrc%5Etfw">March 26, 2025

বেঙ্গালুরুতে খেলতে গিয়ে পায়ে চোট পান দ্রাবিড়। সেই চোট তাঁকে ভোগাচ্ছে। এই পরিস্থিতিতে অনেকেই হয়তো বাড়িতে বিশ্রাম নেওয়া শ্রেয় বলে মনে করবেন। কিন্তু রাহুল যে অন্য ধাতুতে গড়া একজন মানুষ। ক্রিকেট মাঠে তাঁকে বলা হত সংকল্পের আরেক নাম দ্রাবিড়। কোচ হিসেবে তিনি ভারতকে সাফল্য দিয়েছেন। তাঁর সময়ে ভারত সবচেয়ে ধারাবাহিক ছিল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠে হার মেনেছে। পঞ্চাশ ওভারের বিশ্বকাপের ফাইনালে পৌঁছে রানার্স হতে হয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে টিম ইন্ডিয়া।  

সেই রাহুল দ্রাবিড় জাতীয় দলের কোচের চাকরি ছেড়ে দিয়ে ফিরে এসেছেন আইপিএলের দুনিয়ায়। মরশুম শুরুর আগে তিনি নীতিশ রানার মতো প্রাক্তন নাইট তারকাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন, কেরিয়ার বদলে দেবেন। ভারতীয় ক্রিকেটের সেই কিংবদন্তি নিজেই হুইলচেয়ারে আস্রয় নিয়েছেন। 

রাহুল দ্রাবিড়কে দেখে খারাপ লাগছে দেশের। দেশবিদেশে ছড়িয়ে থাকা ক্রিকেটভক্তদের মনখারাপ। 

?ref_src=twsrc%5Etfw">March 26, 2025